রবিবার ● ১৫ জুন ২০২৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » মার্কিন মদদেই ইরানে ইজরায়েলের বেপরোয়া সামরিক হামলা
মার্কিন মদদেই ইরানে ইজরায়েলের বেপরোয়া সামরিক হামলা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে ইরানের পরমানু স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চহল লক্ষ্য করে ইজরায়েলের বেপরোয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাষ্ট্রীয় ভয়ানক সন্ত্রাসী তৎপরতা হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন পরিকল্পিত এই হামলা আন্তর্জাতিক সকল ধরনের বিধিবিধানকে বৃদ্ধাংগুলী দেখানোর সামিল।
তিনি বলেন, গাজাসহ ফিলিস্তিন ভূখণ্ডে এই শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা চালিয়ে যাওয়ার মাঝেই ইরানে এই ব্যাপক সামরিক হামলা ইজরায়েলের চূড়ান্ত ঔদ্ধত্বমূলক অপরাধের বহিঃপ্রকাশ। ইজরায়েলের এই যুদ্ধবাদী আগ্রাসী তৎপরতা গোটা মধ্যপ্রাচ্যকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলতে পারে।
তিনি বলেন, ইজরায়েলের এই বেপরোয়া আগ্রাসী তৎপরতার পিছনে রয়েছে মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ মদদ।বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মদদের কারনেই গোটা মধ্যপ্রাচ্যে ইজরায়েল আগ্রাসী সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে।এর লক্ষ্য হচ্ছে আরব দুনিয়ার বিভক্তির সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসাবে নিজেদের নিরংকুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।
বিবৃতিতে তিনি বলেন এশিয়ার এই অঞ্চলে মার্কিনীদের প্রধান সামরিক আউটপোস্ট হিসাবে ইজরায়েলকে গড়ে তোলা হয়েছে।
একারণে ফিলিস্তিনসহ আরব দুনিয়ার দেশগুলোর বিরুদ্ধে ইজরায়েলের বেপরোয়া সন্ত্রাসী তৎপরতা ও যুদ্ধাপরাধকে নানাভাবে দায়মুক্তি দেয়া হচ্ছে।জাতিসংঘকে এরা পুরোপুরি ঠুটোঁ জগন্নাথে পরিনত করেছে।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সাম্রাজ্যবাদী দুনিয়ার সহযোগিতা বন্ধ না হলে ইজরায়েলী এই আগ্রাসী সন্ত্রাসী তৎপরতা বন্ধ করা কঠিন। তিনি বলেন,, আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃত্বে ইজরায়েলের এই আগ্রাসী তৎপরতা প্রতিরোধ করা না গেলে এবং যুদ্ধাপরাধের দায়ে ইজরায়েলী যুদ্ধাপরাধীদের বিচার করা না গেলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবেনা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রও নিশ্চিত করা যাবেনা।
তিনি ইজরায়েলকে আন্তর্জাতিক সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন। একইসাথে তিনি অবিলম্বে ইরানে ইজরায়েলের হামলা ও গাজায় গণহত্যা বন্ধে দুনিয়ার শান্তিকামী দেশ ও বিশ্ববাসীকে এগিয়ে আসারও উদাত্ত আহ্বান জানান।




গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
মোহাম্মদ অহিদ উদ্দিন এর ওয়ানস্টেড লিবারেল ডেমোক্র্যাটস বিষয়ক বিবৃতি
সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
রাবিপ্রবি ভিসি’র আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন
লন্ডনে চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর বার্ষিক মিলন মেলা
ফ্রান্স দর্পণের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাজা সিটি দখলের সিদ্ধান্ত থেকে সরে আসতে ইসরায়েলকে
যুক্তরাজ্যে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর সামার ট্রিপ আয়োজন 