বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
লন্ডন :: রোমফোর্ড এ গত সোমবার ৬ অক্টোবর ২০২৫-গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে আনুষ্ঠানিকভাবে রমফোর্ডের নেজেন পোডস তুর্কি রেস্তোঁরাতে অনুষ্ঠিত ভাবে যাত্রা শুরু করেছে।
উক্ত আলোচনা সভার সভাপতিত্বে করেন মোহাম্মদ অহিদ উদ্দিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌলানা আনোয়ার হোসেন রাব্বানি।
আলোচনার শুরুতে কূরআন তেলয়াতের করেন আবদুল্লা রাববানি।
নিন্মে উল্লেখিত বিষয়ে আলোচনার করা হয়।
উক্ত সংস্থার সরকারী নাম বৃহত্তর দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে হবে। সদস্য হওয়ার জন্য ৩শত পাউন্ড সদস্য ফি নির্ধারণ করা হয়।
সংগঠনের দৈনদিন কার্য পরিচালনা জন্য নিম্নলিখিত ব্যক্তিদের নিয়ে একটা নির্বাহী পরিষদ গঠন করা হয়। এর সদস্যরা হলেন : মৌলানা আনোয়ার হুসেন রাব্বানি, শাহেদ আহমেদ, হাজী আবদুল হাকিম,
সংগঠনটি নিবন্ধভুক্ত করা, সংগঠনের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠন পরিচালনার লক্ষ্যে উপদেষ্টা বোর্ড গঠন করা হয়। উপদেষ্টা বোর্ডের সদস্যরা হলেন :
আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন ,ফখরুল ইসলাম, গুলজার আহমেদ, জাহাঙ্গীর আলম,দুলাল আলম, ইয়াসিন রহমান ফাত্তাহ, কাউন্সিলর শফি আহমেদ মুন্না, সুলতান আহমেদ, হাজী হাসান আহমেদ, ও মনজুর আহমেদ ।
এছাড়া সদস্য ফি আগামী ৩১ ডিসেম্বর-২০২৫ এর পরিশোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১ জানুয়ারী-২০২৬ ইংরেজি তারিখে ভিতর সংগঠনের কার্যক্রম শুরু হবে। গঠিত কমিটি মেয়াদ হবে ২ বছর।
উল্লেখিত সিদ্ধান্ত গ্রহনকালিন আলোচনা সভায় অংশ গ্রহন করেন মোহাম্মদ অহিদ উদ্দিন, মৌলানা আবদূস ছামাদ , আফছার উদদীন, গোলজার আহমেদ , ফখরুল ইসলাম , রওশন আহমেদ , আবদুল হাকিম ,ইয়াছিন রহমান ফাততাহ, মৌলানা আনোয়ার হোসেন রাববানি , সালেহ আহমেদ সেলিম, সুলতান আহমেদ, দুলাল আলম, জাহাঙ্গীর আলম, কাউন্সিলর শফি আহমেদ মুন্না, মাহবুব আলম, মনওয়ার আহমেদ, হাসান আহমেদ, মাইয়েনুল ইসলাম, শাহেদ আহমেদ, আবদুল ফাত্তাহ, মোঃ আবদুল আলম, আবদুল হামিদ , আবদুল আজিজ, জাবেদূর রহমান , আফজল উদদীন সূমন ও আবদূললা রাববানি প্রমূখ।
উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সভা সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি অহিদ উদ্দিন। পরিশেষে উপস্থিত সকলে নৈশভোজে অংশ গ্রহন করেন।




মোহাম্মদ অহিদ উদ্দিন এর ওয়ানস্টেড লিবারেল ডেমোক্র্যাটস বিষয়ক বিবৃতি
সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
রাবিপ্রবি ভিসি’র আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন
লন্ডনে চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর বার্ষিক মিলন মেলা
ফ্রান্স দর্পণের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাজা সিটি দখলের সিদ্ধান্ত থেকে সরে আসতে ইসরায়েলকে
যুক্তরাজ্যে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর সামার ট্রিপ আয়োজন
মার্কিন মদদেই ইরানে ইজরায়েলের বেপরোয়া সামরিক হামলা 