
শুক্রবার ● ২১ মার্চ ২০২৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিস্তিনিদের ওপর বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ
ফিলিস্তিনিদের ওপর বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ
মোস্তফা কামাল রাজু :: যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিভিন্ন সংগঠন ও সাধারণ জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ২১ মার্চ ২০২৫ জুমার নামাজ শেষে বৃহত্তর বনরূপা জামে মসজিদ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ডিসি অফিস প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্পের সামনে এসে শেষ হয়।
এতে অংশগ্রহণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বনরূপা জামে মসজিদ মুসল্লি পরিষদ এবং সাধারণ ছাত্র-জনতা।
পবিত্র মাহে রমজানে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী নৃশংসভাবে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। এতে শিশু, নারী, বৃদ্ধসহ হাজারো নিরীহ মানুষ নিহত ও আহত হয়। পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় ইসরায়েল বর্বরোচিত হামলা অব্যাহত রেখেছে।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা “ফিলিস্তিন জিন্দাবাদ”, “ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই”-এমন নানা স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।
বক্তারা বলেন, “যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের এই বর্বরতা মানবাধিকারের চরম লঙ্ঘন। জাতিসংঘ, ওআইসি এবং বিশ্ব নেতৃবৃন্দের উচিত ফিলিস্তিনিদের রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।”
বক্তারা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আপনি শান্তির প্রতীক, তাই ফিলিস্তিনের শান্তি নিশ্চিত করার জন্য বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখুন।”
বক্তারা আরও বলেন, “আমরা ফিলিস্তিনের পাশে আছি। যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে, ততদিন আমরা প্রতিবাদ চালিয়ে যাবো। বিশ্ববাসীর উচিত ইসরায়েলের এই নৃশংসতা বন্ধে সোচ্চার হওয়া।”