
শুক্রবার ● ২১ মার্চ ২০২৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে ও ভারতে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে খেলাফত মজলিস এর বিক্ষোভ
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে ও ভারতে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে খেলাফত মজলিস এর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি শহরের মানিকছড়িতে ২১ মার্চ ২০২৫ ইংরেজি তারিখ শুক্রবার বাদ জুমা ব্যানারে লেখা “Stop The Barbaric Israeli attacks on Palestians And the aggression Against Muslims in Indi “.
ফিলিস্তীনে বর্বর ইসরাঈলী গণহত্যা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি জেলা শাখা পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে মানিকছড়ি মারকাজ জামে মসজিদের সর্বস্তরের তৌহিদি জনতা যোগ দেয়।
এসময় ব্যক্তরা বলেন, ইসরায়েল কতৃক ফিলিস্তিনে অগ্রাসন ও নগ্ন হামলা, মানবাধিকার লংঘন করে নিরীহ শিশুদের হত্যা এবং ভারতে মুসলমানদের উপর হামলা, ধর্ষন ও মসজিদ ভাঙ্গার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি জেলার পক্ষ থেকে তাদের আজকের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।
বিক্ষোভ মিছিলে বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি জেলা শাখা সভাপতি মো. আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুফতি শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মুফতি ওমর আলী ।
এছাড়া বাংলাদেশ শ্রমিক মজলিস সভাপতি মাওলানা মুবিন উল্লাহ ও সাধারণ সম্পাদক হাফেজ নুরুল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন।