
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » রাবিপ্রবি ভিসি’র আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন
রাবিপ্রবি ভিসি’র আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান ভিয়েতনামের হো চি মিন সিটি ইন্ডাস্ট্রিয়াল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘Asia-Pacific Probiotics and Future Foods Conference 2025 (APPFC2025)’ শীর্ষক সম্মেলনে আজ ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ‘Green synthesized nanoparticles of Tamarindus indica pericarp, a functional food source, alleviate DOX-induced cardiotoxicity through antioxidative genes upregulation’ তাঁর এ গবেষণাটি কী-নোট হিসেবে উপস্থাপন করেছেন।
এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট অব ফুড প্রফেশনালস, হো চি মিন সিটি ইন্ডাস্ট্রিয়াল বিশ্ববিদ্যালয় এবং সাইগন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হয়ে যোগদানের উদ্দেশ্যে তিনি ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ভিয়েতনাম গমন করেছেন।
উক্ত চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে ‘প্রোবায়োটিক ও স্বাস্থ্যগত উপকারিতা, মানবদেহের অণুজীব - মাইক্রোবায়োম, জীবপ্রযুক্তি ও প্রোবায়োটিক শিল্প, টেকসই ও উদ্ভাবন কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং গুণগত মান নিশ্চিতকরণ, খাদ্য বিজ্ঞান ও পুষ্টি, ভোক্তাদের নিয়ে গবেষণা, বিদ্যমান খাদ্য আইন ও নীতিমালা এবং খাদ্য শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বিষয়ক বিভিন্ন গবেষণা প্রবন্ধ উপস্থাপন, পোস্টার প্রেজেন্টেশন, শিল্প প্রদর্শনী, নেটওয়ার্কিং সেশন, টেকনিক্যাল সেশন এবং সোশ্যাল ট্যুর আয়োজন করা হয়েছে।