
বুধবার ● ২০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাউখালীতে আস্থা প্রকল্পের ত্রৈ-মাসিক ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা
কাউখালীতে আস্থা প্রকল্পের ত্রৈ-মাসিক ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: আশিকা ডেভেলপমেন্ট এ্যসোসিয়টস রাঙামাটির বাস্তবায়নে কাউখালি উপজেলা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা বুধবার ২০ আগষ্ট সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ত্রৈমাসিক সক্রিয়করণ সভা সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর পত্রিকার কাউখালী প্রতিনিধি (সাংবাদিক) মো. ওমর ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার মো. ইমতিয়াজ আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়টসর আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রীটা চাকমা, কলমপতি ইউপি সদস্য স্মৃতি দেবী চাকমা, কার্বারী উক্যজাই কার্বারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশিকা আস্থা প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটর তুখেন চাকমা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আশিকা আস্থা প্রকল্পের কাউখালী ইয়ুথ গ্রুপের সভাপতি মো. সালাহ উদ্দিন।
এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আশিকা আস্থা প্রকল্পের সদস্য মো. আলা উদ্দিন, মো. নুরুল ইসলাম, মালুচিং মারমা, শারমিন আক্তার, থুইচানু মারমা,মিক্রইনু চৌধুরী, অংসিং মারমা প্রমূখ।
ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করন সভায় উপজেলার বিভিন্ন এলাকা হতে মোট ৩০ জন সদস্য অংশ গ্রহণ করেন।