শনিবার ● ৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » খেলাধুলা » নড়াইলে তায়কোয়ানডো ক্লাবের যাত্রা শুরু
নড়াইলে তায়কোয়ানডো ক্লাবের যাত্রা শুরু
তবিবুর রহমান :: নড়াইলের ক্রীড়া অঙ্গনে নতুন ইতিহাস রচিত হলো আজ। প্রথমবারের মতো বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন অনুমোদিত “নড়াইল তায়কোয়ানডো ক্লাব”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এক প্রাণবন্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ কামরুজ্জামান। তিনি বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করেন এবং নড়াইলে তায়কোয়ানডোর উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপি’র তায়কোয়ানডো প্রশিক্ষক মোঃ রাশেদুল হাসান, যিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে কুক্কিয়ন আয়োজিত আন্তর্জাতিক হানমাদান প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। তিনি বলেন, “আমি সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজছি, আমার সপ্ন একদিন অলিম্পিকে বাংলাদেশের গৌরব বয়ে আনবে।”
ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মোঃ তবিবুর রহমান তাঁর বক্তব্যে জানান, “নড়াইল থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা, নীতি-নৈতিকতা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জন্য দেশ-বিদেশে স্কলারশিপ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।”
ক্লাবের সভাপতি ও ৪০ বছরের অভিজ্ঞ মার্শাল আর্ট প্রশিক্ষক এসকে ওয়ালিউর রহমান অভিভাবকদের উদ্দেশে খেলাধুলা ও মার্শাল আর্টের প্রয়োজনীয়তা তুলে ধরে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক উন্নয়নে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে আলোকপাত করেন।
এছাড়াও চমৎকার তায়কোয়ানডো ডেমোনস্ট্রেশন, অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য এবং উচ্ছ্বাসে ভরপুর পরিবেশে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠান নড়াইলের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলো। আয়োজকরা বিশ্বাস করেন, এখান থেকেই গড়ে উঠবে আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক চ্যাম্পিয়ন।




থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
গুরুতর অভিযোগে স্বর্ণজয়ী দিপু চাকমা এশিয়ান গেমসের ক্যাম্প থেকে বহিষ্কার
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে এনএসসি
মিরসরাইয়ে অনির্বাণ যুব ক্লাবের কমিটি গঠন
যুব সমাজের জলোৎসব অনুষ্ঠান প্রত্যাখানের মধ্যদিয়ে রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব
ফটিকছড়িতে ঐতিহ্যের বলী খেলা
রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী বলী খেলা
কাউখালিতে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন সোনাইছড়ি একাদশ
কাউখালিতে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট শুক্রবার ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে 