শনিবার ● ৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » খেলাধুলা » মিরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা ছালাউদ্দিন গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা ছালাউদ্দিন গ্রেফতার
আকতার হোসেন, মিরসরাই :: চট্টগ্রামের মিরসরাইয়ে ১০০ পিস ইয়াবাসহ ছালাউদ্দিন (৩৬) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
ছালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী মোল্লাপাড়া এলাকার এমদাদ আলী হাজী বাড়ির মহিউদ্দিনের ছেলে ও সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক।
খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে ছালাউদ্দিন এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন। তিনি বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ছালাউদ্দিনের ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করেন সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুর উদ্দিন। তিনি বলেন, কেউ যদি অপরাধ কর্মকাণ্ড করে থাকে এটা তার ব্যক্তিগত বিষয়। এটার দায় সংগঠন বহন করবে না।
এ বিষয়ে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, শুক্রবার রাতে উপজেলার ভোরবাজার থেকে ছালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটকের ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশু আইয়ানের মৃত্যু
মিরসরাই :: চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে আলফাজ উদ্দিন আইয়ান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে ৷ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার ইছখালী ইউনিয়নের মিঝিগ্রামের গুন্ডু সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটেছে। আইয়ান ওই এলাকার বাসিন্দা প্রবাসী এমরান হোসেনের ছেলে।
আইয়ানের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে নিখোঁজ হয়। না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পাশে পুকুরে তার নিথর দেহ ভাসতে থাকে। উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদা আকতার বলেন, শুক্রবার দুপুরে দুই বছর বয়সি এক শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পূর্বে শিশুটি মারা যায়।




থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
গুরুতর অভিযোগে স্বর্ণজয়ী দিপু চাকমা এশিয়ান গেমসের ক্যাম্প থেকে বহিষ্কার
নড়াইলে তায়কোয়ানডো ক্লাবের যাত্রা শুরু
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে এনএসসি
মিরসরাইয়ে অনির্বাণ যুব ক্লাবের কমিটি গঠন
যুব সমাজের জলোৎসব অনুষ্ঠান প্রত্যাখানের মধ্যদিয়ে রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব
ফটিকছড়িতে ঐতিহ্যের বলী খেলা
রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী বলী খেলা
কাউখালিতে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন সোনাইছড়ি একাদশ 