শুক্রবার ● ২৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » কাউখালিতে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন সোনাইছড়ি একাদশ
কাউখালিতে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন সোনাইছড়ি একাদশ
![]()
ক্রীড়া প্রতিবেদক :: ১১ই বেঙ্গল ও রাঙামাটি জোন এর সার্বিক সহযোগিতায় এবং পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কর্তৃক আয়োজিত দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট আজ শুক্রবার, ২৪ জানুয়ারি-২০২৫ ইংরেজি তারিখ বেনুবন, বেতবুনিয়া ১ নং মডেল ইউপি, কাউখালি, রাঙামাটি পার্বত্য জেলায় সকাল ১১টায় শুরু হয়।
দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টে বেনুবন একাদশ ফুটবল দল, ডলুছড়ি একাদশ ফুটবল দল ও সোনাইছড়ি একাদশ ফুটবল দলের খেলোয়াড় অংশ গ্রহন করেন।
সকালের খেলায় ডলুছড়ি একাদশ ০২ গোলে বেনুবন একাদশ পরাজিত করেন।
বিকাল ৩টায় ডলুছড়ি একাদশ ও সোনাইছড়ি একাদশ এর মধ্যে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এতে ট্রাইবেকারে জিতে সোনাইছড়ি একাদশ চ্যাম্পিয়ন হয়।
দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উত্তমানন্দ বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ অজিতানন্দ মহাথেরো ।
দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টে ১১ই বেঙ্গল ও রাঙামাটি জোন এর অধিনায়ক ল্যাঃ কর্ণেল এরশাদ হোসাইন চৌধুরী, পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম শামসুল আলম, রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার আহবায়ক ত্রিদিব বড়ুয়া টিপু,রাঙামাটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শরিফুল ইসলাম শাকিল, কাউখালি উপজেলা বিএনপি’র সহ সভাপতি পাইচিমং মারমা বিশষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এছাড়া ফুটবল একাডেমির প্রধান প্রশিক্ষক সুইহলামং পর্যবেক্ষক হিসাবে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করেন।
রেফারী ও টেকনিক্যাল কমিটির দায়িত্ব পালন করেন উদয়ন বড়ুয়া।
এসময় দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, সদস্য প্রকাশ কুসুম বড়ুয়া, জিনপদ বড়ুয়া (কারবারী), ধীমান বড়ুয়া, শ্যামল চৌধুরী, দুকুল বড়ুয়া, সুচিত্র বড়ুয়া,সম্ভু বড়ুয়া, ডা. উদয়ন বড়ুয়া, সাগর বড়ুয়া, জীবন বড়ুয়া, সবুজ বড়ুয়া, বনপদ বড়ুয়া, সুমেধু বড়ুয়া, এসআই শুভ চৌধুরী, অসিম বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, সানি বড়ুয়া, নয়ন বড়ুয়া, বাপ্পা বড়ুয়া, শংকু বিকাশ চৌধুরী, বদন বড়ুয়া, বাবুল বড়ুয়া, বেনুবন একাদশ ফুটবল দলের তেমিয় বড়ুয়া, ডলুছড়ি একাদশ ফুটবল দলের বাবু বড়ুয়া ও সোনাইছড়ি একাদশ ফুটবল দলের রুবেল বড়ুয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবুল আহাদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় কয়েক হাজার দর্শক উপস্থিত থেকে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট উপভোগ করেন ।
দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট খেলার ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন কাঞ্চন বড়ুয়া।
দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠান সঞ্চলনা করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব নির্মল বড়ুয়া মিলন।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কাউখালীতে কৃষি ব্যাংকের মতবিনিময় সভা
নানিয়ারচরে সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ 