
সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে রাবিপ্রবি বাঁধনের ইফতার
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে রাবিপ্রবি বাঁধনের ইফতার
আহমদ বিলাল খান :: রাঙfমাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) একমাত্র স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বাঁধন’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সংগঠনের সদস্যরা বলেন, বাঁধনের কাজ শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়, আমরা সবসময় মানুষের সাহায্য করতে প্রস্তুত। আমাদের লক্ষ্য হল মানবতার সেবায় প্রতিনিয়ত কাজ করা। পৃথিবীতে এমন এক দিন আসবে, যখন মানুষের রক্তের প্রয়োজন থাকবে না, এবং সেই দিন আসলে বাঁধনের কাজ শেষ হবে। তবে, সেই দিন আসার আগে আমরা আমাদের মানবসেবার কার্যক্রম চালিয়ে যাবো।
সোমবার ১৬ মার্চ বিকালে শহরের পর্যটন এলাকা মুহম্মদিয়া জামিয়া শরীফ দেওয়ানপাড়া এতিমখানায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ আয়োজন করে ‘বাঁধন’ সংগঠন।
এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি প্রমিত রায়, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক ও ইফতার মাহফিল উপকমিটির আহ্বায়ক মো. সাব্বির হোসেন এবং সংগঠনটির অন্যান্য সদস্যরা।
ইফতার মাহফিল উপকমিটির আহ্বায়ক মো. সাব্বির হোসেন বলেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বাঁধন’ প্রতি বছর সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার করে থাকেন। এবারও বিশ্ববিদ্যালয়ের বাঁধন ইউনিট সদস্যরা উপস্থিত থেকে শিশুদের মাঝে ইফতার বিতরণ করেন এবং তাদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ ভাগ করে নেন।
সাব্বির হোসেন বলেন, ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও স্বাধীনতা তোরণে যাত্রা শুরু করা “বাঁধন” এখন দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন। এটি শুধু রক্তদান নয়, বরং সমাজে মানবকল্যাণ মূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। বাঁধন বর্তমানে সারা দেশে নানা ইউনিটে মানবসেবার বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে, যার মধ্যে সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, রক্তদান, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সহায়তা, শিশুদের জন্য বিভিন্ন ইফতার মাহফিল আয়োজন ইত্যাদি অন্তর্ভুক্ত।
বিশ্ববিদ্যালয়ে বাঁধন ইউনিটের উদ্যোগে প্রতি বছর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইফতার মাহফিল আয়োজন করা হয়, যেখানে শিশুরা শুধু ইফতার গ্রহণই করে না, বরং নিজেদের মধ্যে আনন্দ এবং ভালোবাসা ভাগ করে নেয়ার সুযোগ পায়। বাঁধনের সদস্যরা মনে করেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে শুধু দরিদ্র শিশুদের জন্য সহানুভূতি প্রকাশ করা হয় না, বরং সমাজে মানবতার চেতনা আরো দৃঢ় হয়।
২০১৮ সালে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাঁধন ইউনিট প্রতিষ্ঠিত হয়। সেই থেকে প্রতিবছর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইফতার মাহফিল আয়োজন করা হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে শুধু শিশুদের মুখে হাসি ফোটানোই নয়, স্বেচ্ছাসেবার আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দেয়া হয়।
এছাড়াও, বাঁধন শিশুদের জন্য বিভিন্ন ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করে থাকে, যেমন শিক্ষার প্রতি উৎসাহ প্রদান, পরিবেশ সচেতনতা বৃদ্ধি, এবং বিভিন্ন সময় সমাজের জন্য গুরুত্বপূর্ণ কার্যক্রম আয়োজন করা।