
মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাবিপ্রবি’তে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক আলোচনা সভা
রাবিপ্রবি’তে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক আলোচনা সভা
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক এক আলোচনা সভা আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫ তারিখ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সামগ্রিক আয়োজন করে জেলা তথ্য অফিস, রাঙ্গামাটি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের বিনির্মাণ তরুণদের হাতেই নিহিত; এই তারুণ্যকে রিসেইপ তথা পুনর্গঠন করে জাতির জন্য রির্সোস হিসেবে গড়ে তুলতে হবে এবং তারা যদি হাতে হাত মিলিয়ে এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তাহলে আমরা আবার একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতে পারি। তিনি আরো বলেন যে প্রত্যেক তরুণ যতক্ষণ না নিজেদের মধ্যে একটি নাসার মতো গবেষণা সংস্থা তৈরির স্বপ্ন দেখছে, ততক্ষণ পর্যন্ত তারুণ্যের জয় হবে না; বাংলাদেশে তারুণ্যের জয়জয়কার হবে সততা, দক্ষতা ও যোগ্যতা তৈরির মাধ্যমে। সততা, দক্ষতা ও যোগ্যতা এ প্যাকেজটি প্রত্যেকের মধ্যে থাকতে হবে তবেই তরুণরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে মূখ্য ভূমিকা রাখতে পারবে।
এ আলোচনা সভার সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উপ-পরিচালক রাহুল বণিক; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর কার্যালয় রাঙ্গামাটি-এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আবু হুরাইরা আদর ও রাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাঈনুদ্দিন।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।