
রবিবার ● ১ জুন ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন
রাজু :: “প্লাস্টিক দূষণ প্রতিরোধে সকলে, একসাথে, এখনই” -এই স্লোগানকে সামনে রেখে আজ ০১ জুন রবিবার সকালে রাঙামাটির বনরূপা হ্যাপী মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটি এর উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
টিআইবি’র সারাদেশব্যাপী ৪৫টি অঞ্চলের মতো রাঙামাটিতেও অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রফেসর বাঞ্ছিতা চাকমা।
অনুষ্ঠানে ধারণাপত্র পাঠ করেন ঋতু দে ও রুনি চাকমা। টিআইবি’র ইয়েস লিডার হৃদয় বড়ুয়া’র সঞ্চালনায় বক্তব্য রাখেন এসিজি’র পরিবেশ বিষয়ক সমন্বয়কারী বাবুল মারমা, ইয়েস সদস্য মো. মোস্তাফা, নিশা চাকমা এবং সনাক সদস্য গৈরিকা চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, রাঙামাটি শহরে প্লাস্টিক বর্জ্যের অব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পৌরসভার পচনশীল ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের পর্যাপ্ত পদক্ষেপের অভাব রয়েছে। ফলে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য কাপ্তাই লেকের তলদেশে জমা হচ্ছে, যা একদিকে জলজ বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে, অন্যদিকে পানি ব্যবস্থাপনায় ব্যয় বাড়াচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে আরও ত্বরান্বিত করছে।
তারা আরও বলেন, রাঙামাটি শহর পর্যটনের জন্য অপার সম্ভাবনাময় হলেও যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের কারণে পরিবেশ দারুণভাবে দূষিত হচ্ছে। বক্তারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান এবং বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, “বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আমরা এই মানববন্ধন করছি। বর্তমানে কাপ্তাই লেকে দূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। এই দূষণ রোধে সকলকে এগিয়ে আসতে হবে। পৌরসভাকে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে প্রক্রিয়াকরণে ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও বলেন, “কাপ্তাই লেকে প্লাস্টিক কণার মিশ্রণের ফলে মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দীর্ঘমেয়াদে তা মানবদেহে রোগ বিস্তারের আশঙ্কা সৃষ্টি করছে।”
তিনি সনাক, ইয়েস, এসিজি, স্থানীয় পরিবেশবাদী সংগঠন, পৌরসভা ও প্রশাসনের সমন্বয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।