সোমবার ● ২ জুন ২০২৫
প্রথম পাতা » অর্থনীতি » বাজেট স্বপ্নহীন যাত্রার নৈরাশ্যজনক বয়ান
বাজেট স্বপ্নহীন যাত্রার নৈরাশ্যজনক বয়ান
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ সোমবার সন্ধায় এক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় প্রস্তাবিত নতুন অর্থ বছরের জাতীয় বাজেটকে “স্বপ্নহীন যাত্রার নৈরাশ্যজনক বয়ান” হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন বাজেটে সামষ্টিক অর্থনীতির স্ববিরতা আর দূর্বলতাসমূহ ঢেকে রাখা যায়নি।
তিনি বলেন, ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দেশে সীমাহীন অমানবিক বৈষম্য বিলোপে দৃশ্যমান কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছেনআ।অর্থনীতির মন্থর গতি ও স্থবিরতা কাটিয়ে উঠতে অর্থ উপদেষ্টা তাঁর প্রস্তাবনায় আশাব্যাঞ্জক প্রস্থাবনা দেখ্য যাচ্ছেনা। বাজেট প্রস্তাবনায় বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রেও আশাব্যঞ্জক কিছু পাওয়া যায়নি। অথচ এটা ছিল অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের বড় অগ্রাধিকার।
তিনি বলেন, মুদ্রাস্ফীতি কমিয়ে এনে সামগ্রিক জাতীয় প্রবৃদ্ধি কিভাবে বৃদ্ধি করা যাবে বাজেটে এ ব্যাপারে মনোযোগ কম দেখা গেছে।
তিনি উল্লেখ করেন, রাজস্ব সংগ্রহের ব্যাপারে এখনও পুরানো জমানার ধারা অব্যাহত রয়েছে। তিনি বলেন, বিগত পনের বছরে লুটকৃত অর্থের একাংশ জব্দ করা গেলে বাজেটের আকার আরও বড় হতে পারতো। তিনি ইতিমধ্যে জব্দ করা অর্থ বাজেটে যোগ করার পরামর্শ দেন।
তিনি বলেন, চরম দারিদ্র্যে থাকা সোয়া চার কোটি মানুষ কিভাবে দারিদ্র্যের অমানবিক চক্কর থেকে বেরিয়ে আসবে তার সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য কোন পদক্ষেপ নেই।এই সরকারের আমলে নতুন করে যে ২৭ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নীচে নেমে এসেছে বাজেটে এ সম্পর্কেও কোন বক্তব্য নেই।
বাজেট সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেন বহু বছরের দূর্বৃত্ত ও মাফিয়া কবলিত অর্থনীতি থেকে কিভাবে দেশ বেরিয়ে আসবে তারও কার্যকরি কোন পরিকল্পনা নেই।
তিনি বলেন,সর্বোপরি বাজেটে স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য কোন উপযুক্ত সুরক্ষার প্রস্তাবনা নেই।
তিনি বলেন, অর্থ উপদেষ্টা সীমিত সম্পদের মধ্যে নানা খাতে ভাগ বাটোয়ারা করার চেষ্টা করলেও আখেরে জীন যাত্রার ব্যয় মিটাতে হিমসিম খাওয়া সংখ্যাগরিষ্ঠ মানুষকে আশ্বস্ত করতে পারেনি।




চট্টগ্রামে অত্যাধুনিক উৎপাদন কারখানা নিয়ে গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস সম্প্রসারিত হলো
মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু
ঈশ্বরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত
ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং ভূষণছড়া বাজার শাখার উদ্বোধন
দোকান ব্যবসায়ীদের সমন্বয় মিটিংএ আলাউদ্দিন আহমেদ
ভোগ্যপণ্যের লাগামহীন মুল্য বৃদ্ধিতে বেকায়দায় সাধারণ ভোক্তারা
মৃদু বাতাসে সবুজ পাতার আঁড়ালে দোল খাচ্ছে থোকায় থোকায় আম
রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা
জনমনে হতাশা, অনাস্থা ও বিভ্রান্ত দূর করতে অর্থনীতি সম্পর্কে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করুন : সাইফুল হক 