শনিবার ● ৩১ মে ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটিতে ভর্তি পরীক্ষায় ছাত্রদলের মানবিক উদ্যোগ
রাঙামাটিতে ভর্তি পরীক্ষায় ছাত্রদলের মানবিক উদ্যোগ
রাজু :: জাতীয়তাবাদী ছাত্রদলের মূল আদর্শ-দেশপ্রেম, গণতন্ত্র, শিক্ষা ও মানবিক মূল্যবোধ-কে ধারণ করে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত এই ভর্তি পরীক্ষায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজ ছাত্রদল। শুধু শুভেচ্ছা নয়, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় তারা পরিচালনা করে নানা সেবামূলক কার্যক্রম।
সেবামূলক উদ্যোগসমূহ:
হেলথ ডেস্ক ও চিকিৎসা সেবা কর্নার:
পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়, যা প্রশংসা কুড়ায় সবার কাছ থেকে।
বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ:
ভর্তি পরীক্ষার দিনে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয় আগত অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে।
সহায়তা সেল:
পরীক্ষার্থীদের মোবাইল, ব্যাগ ও ইলেকট্রনিক ডিভাইসসহ মূল্যবান জিনিসপত্র অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষণ করে সহায়তা সেল, যা পরীক্ষার শেষে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছেন।
যানজট নিরসনে ট্রাফিক সহায়তা:
বিশাল পরীক্ষার্থীর ভিড় সামলাতে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় যানজট নিরসনে ট্রাফিক সহায়তা প্রদান করে ছাত্রদলের স্বেচ্ছাসেবীরা।
অভিভাবকদের জন্য বিশ্রামব্যবস্থা:
দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের জন্য রাখা হয় স্বাচ্ছন্দ্যময় বিশ্রামের আয়োজন, যা প্রশংসিত হয় উপস্থিত অভিভাবকদের মাঝে।
এ উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে কলেজ ছাত্রদলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্রদল নেতা উমর মোর্শেদ ও শরিফুল ইসলাম শাকিল। তাঁদের নেতৃত্বে এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং পরীক্ষার পরিবেশকে মানবিক ও সহযোগিতাপূর্ণ করে তোলে।
বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের পাশে থেকে এই কার্যক্রম বাস্তবায়ন করে ছাত্রদল প্রমাণ করেছে, এটি শুধু একটি ছাত্রসংগঠন নয়—এটি একটি দায়িত্বশীল ও মানবিক শক্তি, যারা দেশের ভবিষ্যৎ প্রজন্মের পাশে দাঁড়াতে সদা প্রস্তুত।
জাতীয়তাবাদী ছাত্রদল-দেশপ্রেম, মানবতা ও দায়িত্বশীলতার প্রতীক।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কাউখালীতে কৃষি ব্যাংকের মতবিনিময় সভা
নানিয়ারচরে সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ 