শনিবার ● ২৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতায় বিজিবি দল চ্যাম্পিয়ন
আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতায় বিজিবি দল চ্যাম্পিয়ন
নির্মল বড়ুয়া মিলন :: বাংলাদেশ জুডো ফেডারেশন আয়োজিত ২য় আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতা-২০২৩ গতকাল ২৮ জুলাই ২০২৩ শুক্রবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়।
২য় আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতা বাংলাদেশ সেনা বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীসহ ৫টি জুডো দল অংশ গ্রহন করেন।
দিনব্যাপী আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতায় বিজিবি -৮১ কেজি ওজন শ্রেনীতে সিপাহী নুর আলম, -৯০ কেজি ওজন শ্রেনীতে সিপাহী মাহাফুজ ও +৯০ কেজি ওজনশ্রেনীতে নায়েক মো.আবুল কালাম আজাদ স্বর্ণ পদক অর্জন করেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩টি স্বর্ণ ৩টি রৌপ ও ৫টি তাম্র পদক নিয়ে বিজিবি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বাংলাদেশ সেনা বাহিনী ২টি স্বর্ণ, ২টি রৌপ ও ৩টি তাম্র পদক পেয়ে রানারস আপ হওয়ার গৌরব অর্জন করে।
২য় আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে খোলোয়াড়দের মাঝে পুরুস্কার ও সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ শ্যূটিং ফেডারেশনের সভাপতি লেফটেন্যন্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, চিফ অব জেনারেল স্টাফ, বাংলাদেশ সেনাবাহিনী।
২য় আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি ফয়জুর রহমান সাবেক এমপি।
এসময় বাংলাদেশ জুডো ফেডারেশনের সাধারন সম্পাদক কামরুর নাহার হিরোসহসংশ্লিষ্ট দলের কর্মকর্তারা, ফেডারেশনের সংগঠক ও রেফারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২য় আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতা-২০২৩ এ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দলের +৯০ কেজি ওজনশ্রেনীতে স্বর্ণ পদক অর্জনকারী জুডো খেলোয়াড় নায়েক মো.আবুল কালাম আজাদ ২০১৮ সালে বাংলাদেশ দলের হয়ে বিশব জুডো প্রতিযোগিতায় অংশ গ্রহন করে বাংলাদেশ জুডো দলকে বিশ্ব দরবারে তুলে ধরেন।
গুনী এ জুডো খেলোয়াড় অদ্যাবধি দেশের পক্ষ থেকে তার যথাপযুক্ত সম্মান বা মর্যাদা পায়নি।




থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
গুরুতর অভিযোগে স্বর্ণজয়ী দিপু চাকমা এশিয়ান গেমসের ক্যাম্প থেকে বহিষ্কার
নড়াইলে তায়কোয়ানডো ক্লাবের যাত্রা শুরু
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে এনএসসি
মিরসরাইয়ে অনির্বাণ যুব ক্লাবের কমিটি গঠন
যুব সমাজের জলোৎসব অনুষ্ঠান প্রত্যাখানের মধ্যদিয়ে রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব
ফটিকছড়িতে ঐতিহ্যের বলী খেলা
রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী বলী খেলা
কাউখালিতে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন সোনাইছড়ি একাদশ
কাউখালিতে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট শুক্রবার ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে 