রবিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » মায়ের মৃত্যুতে অজ্ঞান পরীক্ষার্থী, কেন্দ্রে পৌঁছে দিলেন পানছড়ির ওসি
মায়ের মৃত্যুতে অজ্ঞান পরীক্ষার্থী, কেন্দ্রে পৌঁছে দিলেন পানছড়ির ওসি
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পানছড়ি সাঁওতাল পাড়ায় মায়ের মৃত্যুর খবর শুনে অজ্ঞান এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পানছড়ি থানার ওসি আনচারুল করিম।
শনিবার ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন মা।
জানা গেছে, দীর্ঘ দিন ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে বিছানায় শয্যাশায়ী ছিলেন এই মা।
অন্যদিকে, গতকাল মেয়ের সুমাইয়া আকতারের এসএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা। মায়ের মৃত্যুর খবর শুনে অজ্ঞান হয় বাজার উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী এই শিক্ষার্থী।
মর্মান্তিক এই ঘটনার খবর পান পানছড়ি থানার ওসি আনচারুল করিম। তাৎক্ষনিক তিনি তাকে তার নিজস্ব গাড়িতে সেলাইন দেওয়া অবস্থায় মানসিক সাপোর্ট ও উৎসাহ দিয়ে পরীক্ষার সেন্টারে নিয়ে যান। চাপা কষ্ট বুকে নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেয় সুমাইয়া আক্তার।
পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেলি চাকমা বলেন, এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তারকে আমি শান্ত হয়ে পরীক্ষায় উত্তরপত্র করার জন্য মাথায় হাত বুলিয়ে দিয়েছি। কোন রকম অসুবিধা চোখে পড়েনি। আমরা সর্বক্ষণ তার দিকে দৃষ্টি রেখেছি।
পানছড়ি থানার ওসি আনচারুল করিম বলেন, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এই মেয়ে এসএসসি পরীক্ষার্থী। আজকেই তার মা মারা গেছে। মেয়েটা হসপিটালে ছিল। আমি নিজেই গিয়ে মেয়েটাকে স্যালাইন লাগানো অবস্থায় নিজের গাড়িতে করে পরীক্ষা শুরু হওয়ার ৫মিনিট পর দ্রুত কেন্দ্রে পৌছে দেই। পরীক্ষার টেবিলে নিজেই বসিয়ে দিয়ে আসি। দুই জন পুলিশ সার্বক্ষণিক তার পাশে থাকার ব্যবস্থা করেছি।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন 