রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » হোটেল ডিগনিটিতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ
হোটেল ডিগনিটিতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ
মো. কামরুল ইসলাম :: রাঙামাটি শহরের একটি পরিচিত আবাসিক হোটেল ডিগনিটি এখন স্থানীয়দের তীব্র সমালোচনার মুখে।
অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে এই হোটেলকে কেন্দ্র করে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ড চালানো হচ্ছে, যা এলাকাজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রতিদিন সন্ধ্যার পর থেকেই হোটেলটিতে অপরিচিত লোকজনের ভিড় বেড়ে যায়। গভীর রাত পর্যন্ত চলতে থাকে অশালীন কার্যকলাপ, যা আশপাশের সামাজিক পরিবেশ নষ্ট করছে। অনেকের মতে, এমন কার্যকলাপ তরুণ সমাজকে বিপথগামী করছে এবং স্থানীয় পরিবারের জন্য এটি চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর দাবি, বিষয়টি বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা মনে করছেন, প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব নয়।
একজন স্থানীয় জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাঙামাটি একটি শান্ত শহর, পাশাপাশি পর্যটননির্ভর এলাকা। এখানে যদি অসামাজিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে শুধু সমাজ নয়, পর্যটনের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
সচেতন নাগরিক মহলও মনে করছেন, এখনই ব্যবস্থা না নিলে হোটেলকেন্দ্রিক এসব কার্যক্রম ধীরে ধীরে অন্যত্র ছড়িয়ে পড়বে। এতে পুরো এলাকার সামাজিক পরিবেশ বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, হোটেল ডিগনিটিতে নিয়মিত তদারকি নিশ্চিত করা হোক এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
স্থানীয়দের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে রাঙামাটির সামাজিক কাঠামো ও পর্যটনের সুনাম দুই-ই হুমকির মুখে।




মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস
মিরসরাইয়ে প্রকাশ্যে অপরাধে গ্রেফতার- ১৩ জন
আত্রাইয়ে অবৈধ সুতি ও রিংজাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে দিলো প্রশাসন
মিরসরাইয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও সুপারভাইজার গ্রেপ্তার
অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার
রাঙামাটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা
বানিজ্য মেলার নামে চলছে অবৈধ লটারী আর সার্কাসে নগ্ন নৃত্যে
বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পার্বতীপুরে যুবক আটক
ভিজিএফ চাল আত্মসাৎ এর কারণ দর্শানো জবাব দেয়নি দুই ইউপি সদস্যে
অনিয়ম, ঘুষ গ্রহণসহ নানা দুর্নীতির অভিযোগে রাঙামাটি জেলা পরিষদে দুদুকের অভিযান 