রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » গণ -অভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যকার হিংসাশ্রয়ী বিভক্তি - বৈরীতা গণ- অভ্যুত্থানের অবশিষ্ট অর্জন বিনষ্ট করে দেবে
গণ -অভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যকার হিংসাশ্রয়ী বিভক্তি - বৈরীতা গণ- অভ্যুত্থানের অবশিষ্ট অর্জন বিনষ্ট করে দেবে
২২ আগষ্ট শুক্রবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণ - অভ্যুত্থানের রাজনৈতিক ও সামাজিক শক্তিসমূহের মধ্যকার বিভক্তি - বিভাজন - বৈরীতা গণ -অভ্যুত্থানের অবশিষ্ট অর্জন বিনষ্ট করে দিতে পারে। তিনি রাজনৈতিক প্রতিযোগিতাকে হিংসাশ্রয়ী বৈরীতায় পর্যবসিত না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন। তিনি বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে দায়িত্বশীল আচরণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।
তিনি বলেন, কোন কারণে আগামী জাতীয় নির্বাচন ঝুঁকির মধ্যে পড়ে গেলে বাংলাদেশও বহুমাত্রিক বিপদের মধ্যে নিপতিত হতে পারে , দেশের নিরাপত্তা ঝুঁকিও বেড়ে যেতে পারে। তিনি এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
তিনি বলেন, অপরাধের বিচার ও সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলসমূহের জনগনের কাছে অংগিকার রয়েছে। সরকারের কাজ হচ্ছে রাজনৈতিক দলসমূহের এই সহযোগিতাকে উপযুক্তভাবে কাজে লাগানো।তিনি আশা করেন,এই ব্যাপারে সরকার প্রজ্ঞা ও দূরদর্শীতার পরিচয় দেবে।
তিনি বলেন, চট্টগ্রাম কনটেইনার পোর্টসহ দেশের গুরুত্বপূর্ণ বন্দরসমূহের ব্যবস্থাপনা বিদেশী কোন কোম্পানিকে লীজ দেয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী ও অদূরদর্শী। তিনি সরকারকে এই তৎপরতা থেকে সরে আসার আহবান জানান।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, শিকদার হারুন মাহমুদ, স্নিগ্ধাসুলতানা ইভা, সাইফুর রেজা মামুন, নির্মল বড়ুয়া মিলন, মাহমুদুল হাসান পিপলু, মাসুদূর রহমান মাসুদ, অরবিন্দু বেপারী বিন্দু, জসিম রাঢি, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগক জুঁই চাকমা, বাবর চৌধুরী, ফায়েজুর রহমান মনির, আইয়ুব আলী, আসাদুল ইসলাম আজাদ, মোহাম্মদ হানিফ প্রমুখ।
সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার শুরুতে প্রয়াত ডাকসুর প্রথম ভিপি মাহফুজা খানম, লেখা গবেষক অধ্যাপক যতীন সরকার, পার্টির সংগঠক উমর ফারুক হারুন মাস্টারসহ প্রয়াত নেতা কর্মীদের জন্য গভীর শোক জানানো হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 