
রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে হামলা
চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে হামলা
কাপ্তাই প্রতিনিধি :: ১৬ আগষ্ট শনিবার আনুমানিক সন্ধ্যা ৭ টার সময় অজ্ঞাত পরিচয়ের ২০/২৫ জন উশৃংখল যুবকরা সংঘবদ্ধ ভাবে কাপ্তাই উপজেলার ০১ নং চন্দ্রঘোনা ইউপি এলাকাধীন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে আসে এবং হাসপাতালের গাড়ী, ফার্মেসী গ্লাস ভেঙে দেয় এবং হাসপাতালের কর্মচারীদের প্রহার করে চলে যায়।
এ ঘটনাকে কেন্দ্র হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ হতে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনার বিবরণ সূত্রে প্রকাশ অজ্ঞাত পরিচয়ের ০১ জন যুবক ভাড়া সংক্রান্ত বিবাদের জেরে সে রিক্সা চালক-কে প্রহার করে।
এসময় হাসপাতাল চার্চের ফাদার রেভারেন্ড দীলিপ সরকার যুবক কে কেনো মারছো বলে বাধা দেয়। তখন যুবকটি চলে যায়।
এ ঘটনার জের ধরে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে বখাটে ছেলেদের হামলা শিকার হয় বলে স্থানীয়দের ধারনা।