রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ষ্টেশন চায় এলাকাবাসী
বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ষ্টেশন চায় এলাকাবাসী
মো. কামরুল ইসলাম রানা :: রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় জরুরি ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আজ ১৭ আগষ্ট রবিবার রাঙামাটি শহরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের আয়তনের দিক থেকে সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ি।
এখানে রয়েছে ঘনবসতিপূর্ণ বাজার, পাহাড়ি গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, ব্যবসা-বাণিজ্য কেন্দ্রসহ নানা উন্নয়ন প্রকল্প। অথচ এ গুরুত্বপূর্ণ উপজেলায় এখনো ফায়ার সার্ভিসের কোনো স্থায়ী স্টেশন নেই। ফলে দুর্ঘটনা কিংবা অগ্নিকাণ্ড ঘটলে সময়মতো উদ্ধার ও অগ্নিনির্বাপণ সম্ভব হয় না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ মে-২০২৫ সালে উপজেলার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর আগে ২১ জুলাই-২০২২ সালে বৃহত্তর দুরছড়ি বাজার এবং একাধিকবার বাঘাইহাট বাজারসহ আশপাশের এলাকায় অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু ফায়ার সার্ভিসের সহায়তা না পাওয়ায় ক্ষয়ক্ষতি রোধ করা যায়নি।
এলাকাবাসী অভিযোগ করেন, নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশন থেকে গাড়ি পৌঁছাতে অনেক সময় লেগে যায়। দুর্গম পাহাড়ি এলাকার কারণে এ সমস্যা আরও প্রকট। অনেক সময় স্থানীয় মানুষ জন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
সংবাদ সম্মেলনে তিন দফা দাবি উত্থাপন করা হয়।
(১) অবিলম্বে বাঘাইছড়িতে একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন।
(২) অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে পর্যাপ্ত জনবল, আধুনিক যন্ত্রপাতি ও যানবাহন সরবরাহ।
(৩) স্থানীয় জনগণের জন্য নিয়মিত ফায়ার সেফটি প্রশিক্ষণ চালু।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৩ জুন জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে দরখাস্ত দেওয়া হয়েছিল।
পরে ২৫ জুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তার সাথেও যোগাযোগ করা হয়। উভয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দাবিকে যৌক্তিক মনে করলেও এ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. রহমত উল্লাহ সহ বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 