
মঙ্গলবার ● ১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে ঈদের দিনে ৭ বছরের শিশু কন্যা’কে ধর্ষণের অভিযোগ
মিরসরাইয়ে ঈদের দিনে ৭ বছরের শিশু কন্যা’কে ধর্ষণের অভিযোগ
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার ৩১ মার্চ ঈদের দিন বিকেলে এ ঘটনা ঘটে বলে শিশুটির স্বজনরা দাবি করেন।
শিশুটিকে স্থানীয় মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেফার করা হয়েছে ৷
শিশুটির নানি জানান, তার নাতনি বাড়ির উঠানে খেলছিল। বিকেল সাড়ে ৪টার দিকে তাদের বাড়িওয়ালা দুলাল (৪৭) শিশুটিকে ঘরে নিয়ে মুখ চেপে ধরে গিয়ে ধর্ষণ করে। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি চান তিনি ৷
অভিযুক্ত দুলাল (৪৭) বারইয়ারহাট পৌরসভারস্থ ২ নম্বর ওয়ার্ডের চিনকি আস্তানা স্টেশন রোড এলাকার শফি সওদাগরের বাড়ির মৃত ফকির আহম্মদের পুত্র।
শিশুটির অন্য স্বজনরা অভিযোগ করেন, ঈদের দিন বিকেল সাড়ে ৪টায় বাড়ির উঠানে বান্ধবীদের সাথে খেলছিল শিশুটি ৷ একপর্যায়ে তাদের বাড়িওয়ালা পিকআপ ড্রাইভার দুলাল তাকে টিভি দেখানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে ৷ মঙ্গলবার সকালে শিশুটির শারিরীক অবস্থার অবনতি হলে টের পান পরিবার ৷ তারপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ধর্ষণের ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে ৷ অভিযুক্ত দুলালকে ধরার জন্য পুলিশ অভিযানে গেছে ৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে৷