মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » রামগতিতে তানিয়া রবের জনসভায় সন্ত্রাসী হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
রামগতিতে তানিয়া রবের জনসভায় সন্ত্রাসী হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
আজ মঙ্গলবার বেলা ৩ টায় নাগরিক ঐক্যের অফিসে গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে মঞ্চের জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান নির্বাহী সমন্বয়কারি আবুল হাসান রুবেল, ভাসানি জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী।
সভায় নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে সংঘাত - সহিংসতাও তত ছড়িয়ে পড়ছে।দেশের বিভিন্ন অঞ্চলে অস্ত্রবাজ সন্ত্রাসীদের সহিংস তৎপরতা বাড়ছে।এসব ব্যাপার প্রশাসনের কার্যকরি পদক্ষেপ দেখা যাচ্ছেনা।এই পরিস্থিতি চলতে দিলে জননিরাপত্তাও হুমকির মধ্যে পড়ে যাবে।
সভায় গতকাল রামগতির আলেকজান্ডার হাই স্কুলে জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের নির্বাচনী জনসভায় দুর্বৃত্তদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় নেতৃবন্দ বলেন, গত কয়েকদিন ধরে জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব এর নির্বাচনী এলাকায় তাদের অফিসে হামলা, ভাঙ্গচুর এবং নির্বাচনী সভা সমাবেশ করতে বাধা দেওয়ার হুমকি দিয়ে আসছিল একদল সন্ত্রাসী গোষ্ঠী, জেএসডির পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিলো। তারপরও গতকালকে আলেকজেন্ডার হাইস্কুলের জনসভায় আসা- যাওয়ার পথে পথে যেভাবে হামলা আক্রমণ করা হয়েছে তা খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক।
নেতৃবৃন্দ বলেন, এই ধরণের ঘটনা যারা ঘটিয়েছে তারা কোন গণতান্ত্রিক দলের নেতা কর্মি হতে পারে না। তারা মুলত দুর্বত্ত, সন্ত্রাসী ও মাস্তান।
নেতৃবৃন্দ এই হামলার ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আজকের সভায় নেতৃবৃন্দ আরো বলেন, কাল পরশু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছেন। আমরাও চাই সরকার তার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করুক। কিন্তু নির্বাচনের জন্য যে ধরণের গণতান্ত্রিক পরিবেশ থাকা দরকার সরকার তা এখনো নিশ্চিত করতে পারেনি। নির্বাচনকালীন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে নিয়ে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর জনগণের আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। নির্বাচনে বেশুমার টাকার খেলা
বন্ধে কার্যকারি ব্যবস্থা নিতে হবে। এই নির্বাচনকে কোন অবস্থাতেই অতীতের স্বৈরাচারী আমলের মত প্রশ্নবিদ্ধ করা করা যাবে না।
সভায় আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সহ-সভাপতি এডঃ কেএম জাবির, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া প্রমুখ।




ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
জবরদস্তির পথে আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা যাবেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার ঘাগড়া ও বেতবুনিয়াতে গণসংযোগ
কাউখালীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন
অতীতে দেখেছি অনেক ভোটকেন্দ্র দখল হয়ে গেছে এটা আর যেন না হয় : জুঁই চাকমা
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ ও পথসভা
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া জনগোষ্ঠীর কনভেনশন, দাবি : স্বীকৃতি ও প্রতিনিধিত্ব 