রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোটারদের নিরাপত্তা নিশ্চিত না হলে প্রত্যাশার নির্বাচন হবেনা
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত না হলে প্রত্যাশার নির্বাচন হবেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আগামী ফেব্রুয়ারিতে অবাধ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে এখনও জনআস্থা অর্জন করতে পারেনি। অথচ ভেংগে পড়া নির্বাচন ব্যবস্থার প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনাটাই এখন নির্বাচন কমিশনের প্রধান কাজ। তিনি এই ব্যাপারে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রত্যাশিত নির্বাচন করা যাবে না।
তিনি আইন শৃঙ্খলা রক্ষা কমিটির পাশাপাশি এই ব্যাপারে রাজনৈতিক দলসমূহের মধ্যে সমঝোতা গড়ে তোলার আহবান জানান।
তিনি আশংকা ব্যক্ত করেন যে, গণ প্রতিনিধিত্ব আদেশ- আরপিও এর কারণে নির্বাচনে টাকার খেলা আরও বেড়ে যাবে।তিনি প্রার্থীদের জামানতের পরিমান ও সর্বোচ্চ ব্যয়সীমা বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে জমানত ও ব্যয়সীমা কমিয়ে আনার আহবান জানান।
তিনি গণপ্রতিনিধিত্ব আইনের সকল অগণতান্ত্রিক ধারা ও বিধি-বিধান সমূহ বাতিল করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেও নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান।
তিনি সংসদ নির্বাচনে ধর্মীয় অনুভূতির ব্যবহার না করার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা সহ নির্বাচনে পেশিশক্তির ব্যবহার সম্পূর্ন বন্ধ করার সার্বিক ও দৃশ্যমান উদ্যোগ নিতেও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচন সংক্রান্ত কর্মশালায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
পার্টির নির্বাচন সংক্রান্ত কমিটির প্রধান আকবর খানের সভাপতি অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য সিকদার হারুন মাহমুদ, সাইফুল ইসলাম, মীর রেজাউল আলম, এমডি ফিরোজ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল, সালাউদ্দিন,এডভোকেট ফায়েজুর রহমান মনির, মোহাম্মদ আলী, জামাল সিকদার, হীরালাল দাস,চুন্নু সিকদার প্রমুখ।




ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
জবরদস্তির পথে আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা যাবেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার ঘাগড়া ও বেতবুনিয়াতে গণসংযোগ
কাউখালীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন
রামগতিতে তানিয়া রবের জনসভায় সন্ত্রাসী হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
অতীতে দেখেছি অনেক ভোটকেন্দ্র দখল হয়ে গেছে এটা আর যেন না হয় : জুঁই চাকমা
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ ও পথসভা
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া জনগোষ্ঠীর কনভেনশন, দাবি : স্বীকৃতি ও প্রতিনিধিত্ব 