রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত-৩
মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত-৩
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ২ জন এবং হামলা করতে গিয়ে আহত হয়েছে আরও ১ জন। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪ টা নাগাদ হিঙ্গুলী বাজারে অবস্থিত পূর্ব হিংগুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স মাদ্রাসা ও মসজিদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, সামাজিক একটি ঝগড়া মীমাংসার লক্ষ্যে বাদ আসর সমাজের সকলে বৈঠকে অংশ নেওয়ার কথা এবং এলাকাবাসীকে দাওয়াত দেওয়া সহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়।
কিন্তু আসরের নামাজের পরে বৈঠকের পূর্ব মুহূর্তে হিঙ্গুলী বাজারের মুদি দোকানদার ও বিএনপি কর্মী হুমায়ূনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কর্মী জাহিদ, মহিউদ্দিন, দিদার সহ ৪/৫ জনের একটি টিম মহাজনহাট কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও ২নং হিংগুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন মাষ্টার মোহাম্মদ জাহিদের উপর হামলা চালায়। মাষ্টার জাহিদকে রক্ষা করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয় সাইবেনিরখিল আল-ইকরাম মাদ্রাসার সহকারী শিক্ষক জহির উদ্দিন। হামলা চালাতে গিয়ে সংঘর্ষে আহত হয় বিএনপি কর্মী হুমায়ূন কবির।
এসময় বারইয়ারহাট-করেরহাট রুটে চলাচলকারী যাত্রীরা হতবাক এবং স্থানীয় লোকজন ও দোকানদাররা নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। হামলাকারীদের ভয়ে কেউই তাদেরকে রক্ষা করতে এগিয়ে আসেনি।
গুরুতরভাবে আহত দুজনকে ছাত্রদল নেতা আমিন শরীফ সহ উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট বিএম হাসপাতালে নেওয়া হয়, পরবর্তীতে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার জন্য মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক মাষ্টার জাহিদ’কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
অপরদিকে, অভিযুক্ত হুমায়ূন হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, তাদের উপর আগে হামলা করে।
এবিষয়ে জানতে চাইলে, মহাজনহাট কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও ২নং হিংগুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন মাষ্টার মোহাম্মদ জাহিদ বলেন, হিঙ্গুলী মোড়ের ফার্নিচার দোকানদার ও বিএনপি কর্মী আজিম ও
বিএনপি কর্মী মহিউদ্দিনের মধ্যে ফার্নিচার বানানো নিয়ে কথা-কাটাকাটির জেরে আজিম মহিউদ্দিনের উপর হামলা চালায় এবং ডান হাত ভেঙে দেয়। এ ঘটনায় আমাকে দায়ী করা হয়। এছাড়াও মহিউদ্দিনের চাচা নুরুল আবছার ভূঁইয়ার সাথে বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৈঠক বসে। শুক্রবার জুমার নামাজের সময় মহিউদ্দিন মোহাম্মদীয়া কমপ্লেক্স মসজিদের খতিব মাওলানা আমির হোসেন’কে তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করার জন্য বলে। এসব বিষয়ে নাকি আমি নিষেধ করতেছি। এজন্য শনিবার দুপুরে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করলে আমি তাকে বারণ করি। শালিসি বৈঠকের পূর্বে আসরের নামাজের পরে কিছু বুঝে উঠার আগে হুমায়ুন, জাহিদ, দিদার ও মহিউদ্দিন আমার উপর ক্ষিপ্ত হয়ে হুমকি দিলে একপর্যায়ে হামলা চালায় এবং আমাকে রক্ষা করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয় আমার চাচাতো ভাই মাষ্টার জহির উদ্দিন। কথা-কাটাকাটির এক পর্যায়ে হামলা চালানোর আগে থেকে রাখা একটা বস্তা থেকে লাঠি ও বাঁশ বের করে সবাই মারমুখী ভাবে চড়াও হয় অর্থাৎ তারা পূর্ব প্রস্তুতি নিয়ে পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালায়।
এবিষয়ে জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন জানান, আহত জহির উদ্দিন’কে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য মাষ্টার জাহিদ’কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জোরারগঞ্জ থানার ওসি’র সাথে কথা বলেছি একটা অভিযোগ রজু করা হয়েছে এবং ২৪ ঘন্টা সময় দিয়েছে। এরপর সাংগঠনিকভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান হিঙ্গুলীতে সংঘর্ষের ঘটনায় জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলমান রয়েছে।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
বাংলাদেশের নারী শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক 