শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » এপার বাংলা ওপার বাংলা » প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
আজ শনিবার ৩ জানুয়ারী দুপুর ১ টায় ঢাকা বিভাগীয় কমিশনার এর কার্যালয আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের ঢাকা - ১২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ ঘোষণার পর তিনি সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
এ সময়ে গণমাধ্যমের সামনে তিনি দেশবাসী এবং ঢাকা- ১২ আসনের বসবাসকারি নাগরিক ও ভোটারদের উদ্দেশে বলেন, মানুষ গত ষোল বছর ভোট দিতে পারেনি। এবার নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। নানা দিক থেকে এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক রুপান্তরের লক্ষ্যে গণভোটও অনুষ্ঠিত হবে। জুলাই - আগষ্ট ২০২৪ এর ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নের জন্য একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া খুবই জরুরি। এখনো পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে তাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। আর নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে আগামী সংসদও প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে পরবর্তী সরকার ও সংস্কার উদ্যোগে ঝুঁকি বাড়বে ।
তিনি আরো বলেন, এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হলে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও ভোটারদের সবার যৌথ উদ্যোগ ও সকল পক্ষের একটা বোঝাপড়া লাগবে। সকল পক্ষের বুঝা পড়া গড়ে তুলতে না পারলে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা নিয়ে সন্দেহ আছে। তিনি এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকার ও নির্বাচন কমিশন কে আহ্বান জানান। একই সাথে তিনি বলেন এবার মানুষ মার্কার পাশাপাশি প্রার্থী দেখেই ভোট দেবে।তিনি বলেন, এবার এমনভাবে ভোট দিতে হবে যাতে ভোটের পর আফসোস করতে না হয়।
তিনি বলেন ঢাকা শহরকে বাসযোগ্য করে গড়ে তুলতে হবে,নাগরিক সেবা নিশ্চিত করতে হবে ; সন্ত্রাস , চাঁদাবাজি ও জবরদখলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক এবং ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা ১২ আসনে কোদাল মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিএনপির ২৭ নং ওয়ার্ডের যুগ্ন আহ্বায়ক তোফায়েল আহমেদ, তেজগাঁও থানা বিএনপির নেতা আমজাদ হোসেন , পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, ফিরোজ আলী সহ প্রমূখ নেতৃবৃন্দ।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
নানিয়ারচরে সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ
ঢাকায় সার্বজনীন পূজা ফাউন্ডেশন এর উদ্যোগে কালীপূজা
রাঙামাটির দুর্গম প্রংজাং পাড়ায় স্কুলে চেয়ার ও টেবিল প্রদান করেছে ৯ বিজিবি
হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নাগরিকদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ভক্ত ও পূজারীদেরকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা 