মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বর্তমানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলন কে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলা, উপজেলা, পৌর, ওয়ার্ড ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় গুরুসহ বিভিন্ন রাজনীতি ও সামাজিক সংগঠনের গুণীজনরা।
আজ ১৬ই ডিসেম্বর মঙ্গলবার ছিলো ক্রীড়া সংগঠক, সাংবাদিক, রাজনীতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সংগঠক নির্মল বড়ুয়া মিলনের শুভ জন্মদিন।
নির্মল বড়ুয়া মিলন ৬০ বছর পেরিয়ে ৬১ বছরে পা দিলেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাংগঠনিক প্রধান শ্যামল চৌধুরী নেতৃত্বে ফুল ও কেক নিয়ে নির্মল বড়ুয়া মিলনের রাঙামাটি জেনারেল হাসপাতল এলাকার বাসায় উপস্থিত হন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ।
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলন বিভিন্ন কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কেটে সবাইকে নিয়ে নিজের জন্মদিন উদযাপন করেন।
এসময় নয়ন বিকাশ বড়ুয়া, অপু বড়ুয়া, সাগর বড়ুয়া, তপু বড়ুয়া, তেমিয় বড়ুয়া, শিবু রঞ্জন বড়ুয়া, বিপ্লব বড়ুয়াসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আজ মঙ্গলবার সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের প্রধান উপদেষ্টা ও বেনুবন উত্তমানন্দ বৌদ্ধ বিহার অধ্যক্ষ অজিতানন্দ মহাথেরো এবং বেনুবন উত্তমানন্দ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির জীবন বড়ুয়াকে সাখে নিয়ে নির্মল বড়ুয়া মিলনের রাঙামাটি জেনারেল হাসপাতল এলাকার বাসায় উপস্থিত হয়ে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনকে তার জন্মদিনের শুভেচ্ছা জানান।
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলন তার জন্মদিনে যারা উপস্থিত হয়ে এবং ফোন করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে তার নিজের এবং তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।




নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
রাঙামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার ঘাগড়া ও বেতবুনিয়াতে গণসংযোগ
অতীতে দেখেছি অনেক ভোটকেন্দ্র দখল হয়ে গেছে এটা আর যেন না হয় : জুঁই চাকমা
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ ও পথসভা
পার্বত্য বড়ুয়া জনগোষ্ঠীর কনভেনশন, দাবি : স্বীকৃতি ও প্রতিনিধিত্ব
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উত্তর কমিটি গঠন : আহবায়ক কনিষ্ট, সদস্য সচিব বাবু 