শিরোনাম:
●   রাঙামাটি জেলা পরিষদের অর্থ আত্মসাতের অভিযোগে ০৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   চুয়েটে রিসার্চ ইভালুয়েশন কমিটি এর ২৮তম সভা অনুষ্ঠিত ●   ভিয়েতনামি মাল্টা চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন হামিদ ●   পার্বতীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ●   রাবিপ্রবি’র ভিসি দুই উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ ●   ক্রমবর্ধমান নৈরাজ্য সামাজিক হতাশারও বহিঃপ্রকাশ ●   বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   মধু পুণিমা গৌতম বুদ্ধের ঐতিহাসিক ঘটনা ●   রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ●   পাবর্তীপুরে পরীক্ষার ফি না দেয়ার ছাত্রীর সাথে অসৌজন্যমূলক আচরণ ●   রাঙামাটিতে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ●   লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ●   রাঙামাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   ঈশ্বরগঞ্জে আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাইয়ে শিশু ও তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেফতার-২ ●   ঝালকাঠিতে ডিবি পুলিশের তল্লাশীতে শিক্ষার্থীর পকেটে মিললো ৭০ পিচ ইয়াবা ●   আত্রাইয়ে নির্মাণ কাজ শেষ না হতেই সড়কে ধস ●   মিরসরাইয়ে ভাসুরের দায়ের কোপে নারী আহত ●   কাপ্তাই উপজেলা তাঁতীদলের কমিটি গঠন ●   গুরুতর আহত নূরকে হাসপাতালে দেখতে যান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
৩৪৪ বার পঠিত
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

--- রাঙামাটি প্রতিনিধি :: রাঙামাটির লংগদুতে চ্যানেল এস টিভি ও দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ভয়ভিতী দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ০২ সেপ্টেম্বর সকালে লংগদু উপজেলার স্থানীয় বেকারীর মালিক রাশেদুল আলম সাংবাদিকদের এই অভিযোগ করেন।
এবিষয়ে বেকারি মালিক রাশেদুল আলম জানান, গতকাল সকালে চ্যানেল এস টিভি ও দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি পরিচয়ে মঞ্জুরুল ইসলাম লিটন নামেন এক সাংবাদিক ও তার সহযোগী জামান বিনা অনুমিতে আমার বেকারিতে প্রবেশ করে ছবি ভিডিও নিয়ে যায়। পরবর্তীতে আমার বেকারির বিরুদ্ধে অপরিষ্কার- অপরিচ্ছন্নতার অভিযোগ এনে সংবাদ প্রকাশের ভয়ভিতী দেখিয়ে চাঁদা দাবি করেন।
তিনি আরো বলেন, প্রথমে ভেবেছিলাম সত্যিই আমার কোনো অপরাধ হয়েছে। কিন্তু পরে যখন বারবার টাকা দাবি আর ভয়ভীতি দেখানো শুরু হলো, তখন বিষয়টা পরিষ্কার হয়। শেষে বাজারের মানুষজন জড়ো হলে তারা পালাতে চেয়েছিল। এবিষয়ে আমি আতঙ্কিত, আমি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।
সূত্রে জানা যায়, গত সোমবার সকালে আলম বেকারি নামে একটি প্রতিষ্ঠানে দুই ব্যক্তি প্রবেশ করে নানান ছবি ও ভিডিও ধারণ করে। তাদের একজন নিজেকে চ্যানেল এস টিভির সাংবাদিক মঞ্জুরুল ইসলাম লিটন নামে পরিচয় দেয় ও অন্যজন কামরুল ইসলাম দূর থেকে নজরদারি চালায়। লিটন বেকারি মালিককে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলেন এবং একটি নাম্বার দিয়ে জানান, নিউজ রেডি হয়ে গেছে, অফিসে পাঠানোও হয়েছে। টাকা না দিলে চ্যানেলে প্রকাশ হবে, তাতে ব্যবসার ক্ষতি হবে। এসময় তিনি তাকে চ্যানেল এস’র লংগদু প্রতিনিধি পরিচয় দেন।
বিকেলে আবার ফোন পেয়ে মালিক বুঝতে পারেন এটি মূলত চাঁদাবাজির কৌশল। পরে সন্ধ্যায় সরাসরি বেকারিতে হাজির হন জামান মাষ্টার। তিনি কথিত সাংবাদিকদের হয়ে কথা বলার পাশাপাশি নিজেও নানাভাবে চাপ প্রয়োগ করেন। এমনকি চা-নাস্তা ও রুটি সরবরাহের কথাও বলেন। এছাড়া নগদ টাকা নেন। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে হৈচৈ শুরু হয় এবং জনতার হাতে ধরা পড়েন জামান। পরে জানা যায়, সাংবাদিকের সহকারি তিনি স্থানীয় একটি বেসরকারি হাই স্কুলের খন্ডকালীন সহকারী শিক্ষক। এসময় তিনি ব্যবসায়ী রাশেদুল আলমের কাছ থেকে কয়েক হাজার টাকা নেন বলে অভিযোগ রয়েছে।
এবিষয়ে লংগদু প্রেসক্লাব সভাপতি এবিএস মামুন বলেন, সাংবাদিক আমাদের প্রেসক্লাবের সদস্য নয়, এধরণের ঘটনার দায় প্রেসক্লাব নেবে না বলে জানান তিনি।
এবিষয়ে জানতে চেয়ে এস টিভির প্রতিনিধি লিটন কে বারবার ফোন করেও পাওয়া যায়নি।
চ্যানেল এস এর রাঙামাটি জেলা প্রতিনিধি রাকিব জানায়, লংগদুতে চ্যানেল এস এর প্রতিনিধি কিভাবে নিয়োগ হয়েছে কোন কিছু আমার জানা নাই। আর চাঁদা আদায়ের বিষয়ে আমার কিছু বলার নাই। যেহেতু আমি আমার মাধ্যমে নিয়োগ হয়নি আর আমি অবগত নয়। যদি প্রমাণিত হয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মঞ্জুরুল ইসলাম লিটন সে লংগদু কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। জুলাই আন্দোলনে রাঙামাটিতে ছাত্র-ছাত্রীদের উপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মূলত অতীতের অপকর্ম ঢাকতেই সাংবাদিক পরিচয়ে ও বর্তমানে রং পরিবর্তন করে বিভিন্ন দলের পরিচয়ে প্রভাব খাটিয়ে এলাকায় পূর্বের মত আধিপত্য বিস্তার করে যাচ্ছেন।





আর্কাইভ