বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটিতে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা
রাঙামাটিতে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা
মো. কামরুল ইসলাম :: অস্ত্র-মাদক উদ্ধার, সাইবার অপরাধ দমন ও ট্রাফিক ব্যবস্থাপনায় জোর দেওয়ার নির্দেশ।
রাঙামাটি পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা বসে। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিরা নূর।
সভায় জেলার আইন-শৃঙ্খলার সামগ্রিক চিত্র উপস্থাপন করা হয়। বিশেষ করে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম, সাইবার অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কার্যক্রম চলমান থাকবে। অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক তৈরি করাটাও জরুরি।”
তিনি আরও বলেন, ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সাইবার অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা এবং পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা সময়ের দাবি।
সভায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সব থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধ বিশ্লেষণ করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হয়।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কাউখালীতে কৃষি ব্যাংকের মতবিনিময় সভা
নানিয়ারচরে সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ 