বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটিতে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা
রাঙামাটিতে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা
মো. কামরুল ইসলাম :: অস্ত্র-মাদক উদ্ধার, সাইবার অপরাধ দমন ও ট্রাফিক ব্যবস্থাপনায় জোর দেওয়ার নির্দেশ।
রাঙামাটি পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা বসে। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিরা নূর।
সভায় জেলার আইন-শৃঙ্খলার সামগ্রিক চিত্র উপস্থাপন করা হয়। বিশেষ করে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম, সাইবার অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কার্যক্রম চলমান থাকবে। অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক তৈরি করাটাও জরুরি।”
তিনি আরও বলেন, ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সাইবার অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা এবং পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা সময়ের দাবি।
সভায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সব থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধ বিশ্লেষণ করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হয়।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা 