
রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » পার্বতীপুর প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন
পার্বতীপুর প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুর পার্বতীপুরে দীর্ঘ প্রায় ১৫ বছর পর নির্বাচনের মাধ্যমে পার্বতীপুর প্রেস ক্লাবের ৯ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার (২২ আগষ্ট) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। এতে ৩৫ জন সদস্য ভোট প্রদান করেন। রাত ১০টায় ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সিনিয়র সাংবাদিক অধ্যাপক আতাউর রহমান আহবায়ক নির্বাচিত হন। সদস্য পদে নির্বাচিতরা হলেন- মোহাম্মদ শামসুল হুদা, মামুনুর রশীদ বিপ্লব, আব্দুল্লাহ আল মামুন, তাজকির হোসাইন, মোস্তাফিজুর রহমান বকুল, বদরুদ্দোজা বুলু, আমজাদ হোসেন ও ইফতেখার হাবিব। এর আগে বিকেল ৪টায় আহ্বায়ক কমিটি গঠনের উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে গোপন ব্যালটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।
আহবায়ক কমিটি আগামী দুই মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
উল্লেখ্য, প্রায় এক যুগ আগে ২০১০ সালের জুন মাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরা “প্রেস ক্লাব” দখল করে নিয়ে নির্বাচনের পথ রুদ্ধ করে দেয়। ঐতিহাসিক ছত্রিশ জুলাই ফ্যাসিস্ট সরকারের পতন হলে এবং প্রেস ক্লাব দখলদাররা পালিয়ে গেলে পার্বতীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ ঐক্যবদ্ধ প্রেস ক্লাব গঠনের লক্ষ্য নিয়ে সম্মিলিতভাবে প্রেস ক্লাব কার্যালয়ে অবস্থান গ্রহণ করেন। আহবায়ক কমিটি গঠন নিয়ে দেখা দেয় বিরোধ। একটি দলের ছত্রছায়ায় অসাংবাদিক, ভুয়া সাংবাদিক, নামধারী-কাডধারী সাংবাদিকে প্রেসক্লাব ভরে যায়। এর প্রতিবাদে একটি অংশ বাহির হয়ে পার্বতীপুর উপজেলা প্রেসক্লাব গঠন করে। প্রেসক্লাবে অবস্থানকারী দুটি গ্রুপ একত্রিত হয়ে এক পর্যায়ে প্রেস ক্লাবের সদস্য পদের জন্য সাংবাদিকদের কাছ থেকে আবেদন গ্রহণ করে।
কিন্তু পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্য তালিকা চূড়ান্ত করা হলেও ওই সময় গঠিত আহ্বায়ক কমিটির কতিপয় সদস্য প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা না করেই নিজেদের পছন্দের সাংবাদিকদের নিয়ে ১১ সদস্যবিশিষ্ট ৩ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করে। এসময় আরেকটি অংশ প্রেস ক্লাব থেকে বাহির হয়ে এসে ‘পার্বতীপুর প্রেস ক্লাব’ নামে আরও একটি সংগঠন গঠন করে। পার্বতীপুর প্রেস ক্লাব, পার্বতীপুর উপজেলা প্রেস ক্লাব ও পার্বতীপুর প্রেস ক্লাব - এই তিনটি সংগঠনে বিভক্ত হয়ে পড়ে। অপর দিকে চলতি বছরের ৫ আগস্ট-পরবর্তী পার্বতীপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি তাদের কার্যকালের এক বছর পেরিয়ে গেলেও কোনো সাধারণ সভা না করায় একটি অংশ ক্ষোভে ফুঁসে ওঠে।
সব মিলে সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। এরপরই কয়েকদফা অনুষ্ঠিত সম্মিলিত সাংবাদিক সমাবেশের পর গত বুধবার (২০ আগস্ট), দুপুর ১২টায় পার্বতীপুরে তিন ধারায় বিভক্ত সাংবাদিকদের উপস্থিতিতে শহীদ মিনার সড়কের সিঙ্গার মোড়ে পার্বতীপুর প্রেস ক্লাব কার্যালয়ে অবস্থান নেয় ও সমাবেশ করে।
পার্বতীপুরে নতুন এসিল্যান্ড হিসাবে যোগদানমাহমুদ হুসাইন রাজু
পার্বতীপুর :: দিনাজপুরের পার্বতীপুর দীর্ঘ পাঁচ মাস পর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০তম ব্যাচের কর্মকর্তা মাহমুদ হুসাইন রাজু।
তিনি ২০২২ সালের ৪ ডিসেম্বর সরকারি বিসিএস প্রশাসন চাকরিতে যোগদান করেন। পার্বতীপুরে যোগদানের আগে তিনি শিক্ষানবিশ হিসেবে ২০২২ সালের ৪ ডিসেম্বর তিনি প্রথমে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলা সদরে।
হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়ার অঙ্গীকার করে নতুন পার্বতীপুর সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হুসাইন রাজু বলেন, আমি এখানেই প্রথম এসিল্যান্ড যোগদান করেছি। আমার প্রথম কাজ হবে হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়া। যে কোনো সময় জনগণকে ভূমি সংক্রান্ত সার্বিক সেবা দেওয়া হবে। জনগণ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।
গত ৫ মাস উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র পদ শূণ্য ছিল। গত ৫ মাসে ৩ হাজার নামজারি (মিউটেশন) নিষ্পত্তি করেছেন। যা প্রশাসনিক বা ভূমি-সংক্রান্ত প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।