
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » চুয়েটে শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে বিক্ষোভ
চুয়েটে শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে বিক্ষোভ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোতে ডিপ্লোমা-বিএসসি’র ইঞ্জিনিয়ারের মান, মূল্যায়ন ইস্যুতে চলমান আন্দোলনে চুয়েট শিক্ষার্থীর একাত্বতা ঘোষনা করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
রবিবার ২৪ আগস্ট তারা ক্লাস বর্জন করে এই ইস্যুতে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে কাপ্তাই সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা অবিলম্বে তাদের ৩ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন ডিপ্লোমা ডিগ্রীধারীদের অতিরিক্ত সুবিধা ও কোটা সুযোগ দেয়ার কারণে বিএসসি প্রকৌশলীদের চাকরির সুযোগ সংকুচিত হচ্ছে। এই সুযোগ শুধুমাত্র বিএসসি প্রকৌশলীদের জন্য সংরক্ষিত রাখা উচিত।
উল্লেখ্য শিক্ষার্থীদের উত্থাপিত ৩ দফা দাবি সমূহের মধ্যে আছে নবম গ্রেডে নূন্যতম যোগ্যতা বিএসসি রেখে পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেডকে কোটামুক্ত করে বিএসসি প্রকৌশলীদের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়া এবং বিএসসি ছাড়া যেন কেউ প্রকৌশলী পদবী ব্যবহার না করতে পারে তা নিশ্চিত করা।