রবিবার ● ৪ মে ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটিতে বড়ুয়া জনগোষ্ঠীর সাথে জেলা প্রশাসক এর আলোচনা সভা
রাঙামাটিতে বড়ুয়া জনগোষ্ঠীর সাথে জেলা প্রশাসক এর আলোচনা সভা
স্টাফ রিপোর্টার :: শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা করেছেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
আজ ০৪ মে-২০২৫ ইংরেজি তারিখ রবিবার বেলা সাড়ে ১২টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সদস্য/সদস্যা/যুবক/যুবতিরা উপস্থিত থেকে তাদের সু-চিন্তিত মতামত রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট উপস্থাপন করেন।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নির্মল বড়ুয়া মিলন, শিক্ষক তপন কান্তি বড়ুয়া, ত্রিদিব বড়ুয়া টিপু, হিরা রানী বড়ুয়া, স্বাধীন বড়য়া নিশু, দেবদত্ত মুৎসুদ্দী, সমিরন বড়ুয়া, শ্যামল বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, সৈকত রঞ্জন চৌধুরী, শংকর প্রসাদ বড়ুয়া, ধীমান বড়ুয়া, তেমীয় বড়ুয়া, রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনা পাল থেরো ও বেণুবন উত্তমনন্দ ধর্মবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অদিতানন্দ মহাথোরো।
আলোচনা সভায় উপস্থিত বড়ুয়া জনগোষ্ঠীর বক্তব্য রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মনোযোগ দিয়ে শোনেন।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) বলেন, বিগত ৫৩ বছরের ভিতর রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সাথে জেলা প্রশাসনের বৈঠক বা কোন ধরনের আলোচনা না করার বিষয়ট অত্যন্ত দুঃজনক। তিনি আরো বলেন, জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ শুমারি সম্পর্কিত অধিকতর তথ্য-উপাত্ত আলাদাভাবে বাঙ্গালী বৌদ্ধ “বড়ুয়া” জনগোষ্ঠীর পরিচিতি সংযুক্ত করার আবেদন যুক্তিযুক্ত। গত ২৮ এপ্রিল সোমবার রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা যে আবেদন করেছেন রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই আবেদনপত্র আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর মহাপরিচালক বরাবর পাঠিয়েছি।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ আরো বলেন, বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা। এখন থেকে সরকার ও স্থানীয় প্রশাসনের সাথে বড়ুয়া জনগোষ্ঠী সদস্যরা নিয়মিত যোগাযোগের মাধ্যমে দুরত্ব কমিয়ে আনার পরামর্শ দেন তিনি।
রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, এখন থেকে সরকারি নিয়মের ভিতর থেকে নিয়মতান্ত্রিকভাবে রাঙামাটি জেলা প্রশাসন রাঙামাটি জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর উন্নয়নে পাশে থাকবে।
তিনি বলেন, একটি স্বাধীন দেশে “বড়ুয়া” জনগোষ্ঠীর লোকজন পিছিয়ে থাকাটা কারো জন্য সুখময় নয়। জেলা প্রশাসক বলেন, আজকের আলোচনা সভাটি যেন, চা-নাস্তা খাওয়ার, কথা শোনার ভিতর সীমাবদ্ধ না থাকে, আজকের মতবিনিময় সভা থেকে দৃশ্যমান কিছু যেন হয় সেই বিষয়ে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।
রাঙামাটি জেলা প্রশাসনের আমন্ত্রণে জেলার বিভিন্ন স্থান থেকে বড়ুয়া জনগোষ্ঠীর নারী-পুরুষ, যুবক-যুবতী, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আলোচনা সভায় অংশ গ্রহন করায় রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) মো. তামজিদ রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভাটি সঞ্চলনা করেন শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহবায়ক নির্মল বড়ুয়া মিলন।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা 