
রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » দীর্ঘসুত্রিতা পরিহার করে বিচার,সংস্কার ও জাতীয় নির্বাচনের কার্যকরি পদক্ষেপ নিন
দীর্ঘসুত্রিতা পরিহার করে বিচার,সংস্কার ও জাতীয় নির্বাচনের কার্যকরি পদক্ষেপ নিন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কোনভাবেই হাতছাড়া করা যাবেনা। ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বৈষম্যহীন মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র, সমাজ ও সংবিধান প্রতিষ্টার যে সম্ভাবনা রয়েছে কারও দূর্বুদ্ধি ও হটকারিতায় তা নষ্ট করা যাবেনা।তিনি বলেন, কোন উসকানিতে সরকার পথ হারাতে পারেনা। অযৌক্তিকভাবে ক্ষমতা প্রলম্বিত করার ফাঁদেও পড়ে সরকার নিজেদেরকে বিতর্কিত করতে পারেনা।তিনি দীর্ঘসূত্রিতা পরিহার করে সরকারকে তার প্রধান তিন ম্যান্ডেট - বিচার, সংস্কার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কার্যকরি পদক্ষেপ নেবার আহবান জানান।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে এবং জনপ্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় যাবতীয় বিতর্ক এড়িয়ে চলা দরকার। অন্তর্বর্তী সরকারকে তাদের দলনিরপেক্ষ চরিত্রবৈশিষ্ট বজায় রাখা প্রয়োজন। তিনি বলেন, সরকার বিশেষ কোন দিকে ঝুঁকে পড়লে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে এবং সেক্ষেত্রে রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত বিরোধ ও সংকট দেখা দিতে পারে।
তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, বাংলাদেশ কোনভাবেই এই উত্তেজনার অংশ হবেনা।তিনি আশাবাদ বাক্ত করে বলেন এই ব্যাপারে সরকার প্রজ্ঞা ও দূরদর্শীতার পরিচয় দেবেন। তিনি বলেন,বাংলাদেশকে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পক্ষেই কাজ করতে হরে।
গতরাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাপ্ত পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
মোট পাঁচ অধিবেশনে বিভক্ত পার্টির ৪২ টি সাংগঠনিক জেলা থেকে ৩২৮ জন নির্বাচিত প্রতিনিধি ও পর্যবেক্ষকবৃন্দ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, পার্টির সংস্কার প্রস্তাব, নির্বাচন, পার্টির সাংগঠনিক বিষয়াদি, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ, পার্টির আয় - ব্যয় নিয়ে রিপোর্টসমূহ পর্যালোচনা করা হয় এবং বেশ কিছু সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
কেন্দ্রীয় কমিটিতে নতুন সংযুক্তি : সাংগঠনিক সম্মেলনে ছয়জনকে পূর্ণাংগ সদস্য হিসাবে আর একজনকে বিকল্প সদস্য হিসাবে পার্টির কেন্দ্রীয় কমিটিতে কো -অপ্ট করা হয়।
নতুন সদস্যরা হচ্ছেন, এডভোকেট মাহবুবুল করিম টিপু, মৃদুল বড়ুয়া, মাসুদুর রহমান মাসুদ, সাইফুর রেজা মামুন, মাহমুদুল হাসান পিপলু, শাহজাহান সিকদার ও বিকল্প সদস্য মোহাম্মদ ফিরোজ আলী।
কেন্দ্রীয় সংগঠক হিসাবে নতুন সংযুক্তি : বাবর চৌধুরী, আজাদুর রহমান আজাদ, জামিরুল রহমান ডালিম ও আবু হানিফকে কেন্দ্রীয় সংগঠক হিসাবে সংযুক্ত করা হয়েছে।
সাধারণ সম্পাদকের বইয়ের মোড়ক উন্মোচন সাংগঠনিক সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এর নতুন বই ” ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক ” এর মোড়ক উন্মোচন করা হয়।
সম্মেলনে গৃহীত এক প্রস্তাবে অধিকার ও মুক্তির চেতনায় আগামী ১ মে মহান মে দিবস পালনের জনা শ্রমিকশ্রেণীসহ পার্টির নেতা কর্মীদের প্রতি আহবান জানানো হয়।