
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাবিপ্রবি’তে ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা
রাবিপ্রবি’তে ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত একটি সমন্বয় সভা আজ মঙ্গলবার সকাল ১১টায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্ণারে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।
সমন্বয় সভায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব নাদিরা নূর, সিভিল সার্জন অফিসের সহকারী সার্জন ডা. ইমরুল হাসান, রাঙামাটি পৌরসভার শহর পরিকল্পনাবিদ সুবর্ণ চাকমা, শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, ভোয়াল্ল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজ্ঞা মিত্র তঞ্চঙ্গ্যা এবং ডিজিএফআই, ডিএসবিসহ অন্যান্য অংশীজনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রাবিপ্রবি’র বিভিন্ন ডিন, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট বিষয়াদি যেমন: নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, যানবাহন ও আবসিক হোটেলসহ অন্যান্য বিষয়াদির সর্বোচ্চ সুবিধা প্রদান এবং ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রী-অভিভাবকগণের রাঙামাটি শহরে অবস্থান ও যাতায়াতের সুবিধা ও নিরপত্তা বিধানের জন্য সকলের প্রতি ভাইস-চ্যান্সেলর মহোদয় আহবান জানান।