
শুক্রবার ● ১৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » কাউখালীতে মারমা তরুণী ধর্ষণের ঘটনায় থানায় মামলা
কাউখালীতে মারমা তরুণী ধর্ষণের ঘটনায় থানায় মামলা
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার পোয়া পাড়া নামক এলাকায় এক মারমা তরুণী ধর্ষণের স্বিকার হয়েছে বলে খবর পাওয়া যায়।
কাউখালী থানার মামলা সুত্রে জানা যায় জনৈক এক মারমা তরুণী পোয়াপাড়া আনোয়ার হোসেন মেম্বারের ভাড়া বাসায় দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। এর মধ্যে আনোয়ার হোসেন মেম্বারের ছেলে ফাহিম হোসেনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
গত ১৫ এপ্রিল-২০২৫ গভীর রাতে ফাহিমের বন্ধু রিপন চাকমার সহযোগিতায় মারমা তরুণীকে শ্লীলতাহানি ঘটায়। বিষয়টি সকালে জানাজানি হয়ে গেলে ফাহিম ও তার বন্ধু রিপন চাকমা পালিয়ে যায়।
পরে মারমা তরুণী গতকাল ১৭ এপ্রিল-২০২৫ তারিখে কাউখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ে করেন।
মামলা দায়েরের পুলিশ তাকে চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে মারমা তরুণী চিকিৎসাদীন অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, এ ব্যাপারে থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়। মামলা নম্বর - ০৩, তারিখ - ১৭/৪/২০২৫ ইংরেজি তারিখ, এমামলা তদন্তকারী অফিসার (আইও) এসআই রাজু আহমদ। আসামীদের গ্রেফতার করার জন্য আমরা চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি জানান।