বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » সমাজের মাদকের আগ্রাসন ভয়াবহতা রূপ পেয়েছে : কাপ্তাই ইউএনও
সমাজের মাদকের আগ্রাসন ভয়াবহতা রূপ পেয়েছে : কাপ্তাই ইউএনও
এম বাবুল,কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের আয়োজনে বুধবার ১৬ এপ্রিল বেলা ১২ টায় চন্দ্রঘোনা খ্রীস্টান হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে তারুণ্যের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন।
এসময় তিনি বলেন, সমাজের মাদকের আগ্রাসন ভয়াবহতা রূপ পেয়েছে। যার ফলে পরিবার, সমাজ এবং দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের এই কুফল হতে মুক্ত হতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে এই বিষয়ে আরোও সচেতন হতে হবে।
হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এর সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের ইনস্পেক্টর মো. মনিরুজ্জামান এর সঞ্চালনায় এসময় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) এম সাইফুল ইসলাম।
মুল প্রবন্ধে তিনি বলেন, অবৈধ মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তৎপর রয়েছে। এছাড়া মাদকবিরোধী সামাজিক আন্দোলন ও সচেতনতা তৈরীতে সমাজের সকলস্তরের মানুষের, বিশেষ করে তরুণদের ভূমিকার উপর তিনি গুরুত্বারোপ করেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা: বিলিয়ন এ সাংমা এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
এতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী এবং হাসপাতালের মেডিকেল অফিসার এবং কর্মকর্তারা অংশ নেন।




কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ
ঝিনাইদহে উৎযাপন হয়েছে মানব কল্যাণ সংঘের ৪র্থ বর্ষ
রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 