
শনিবার ● ২৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভূমিকম্পে মায়ানমারে ব্যাপক প্রাণহানিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভূমিকম্পে মায়ানমারে ব্যাপক প্রাণহানিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে ভূমিকম্পে মায়ানমারে সহস্রাধিক নারী পুরুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারসমূহের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।তিনি ভয়াবহ এই দূর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায়, উদ্ধার তৎপরতা জোরদার ও ভূমিকম্প পরবর্তী পুনর্বাসনে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বাংলাদেশ সরকারকেও এই ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার অনুরোধ জানিয়েছেন।