বুধবার ● ২৮ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে মাত্র ৫ হাজার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন
নবীগঞ্জে মাত্র ৫ হাজার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার ১ নং বড় ভাকৈর পশ্চিম ইউপির মৃত গিরিন্দ্র দাশের ছেলে গপেন দাশ(৩৪) মাত্র ৫ হাজার টাকার জন্য তার বড় ভাই গৌরাঙ্গ দাশকে খুন করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় অভিযুক্তকে আটক করা যায়নি।
গতকাল ২৬ জুলাই সোমবার সকাল ১০টায় উপজেলার ১নং বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, দুই ভাইয়ের মধ্যে টাকা নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সংর্ঘষ সৃষ্টি হয়। অতঃপর বড় ভাই গৌরাঙ্গ দাশ ছোট ভাই গপেন দাশকে গালে চর দেয়ায় ছোট ভাই রেগে গিয়ে ধাক্কা মারে তার বড় ভাইকে মাটিতে পেলে দেয়। পরে অজ্ঞান অবস্থায় আশেপাশের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। প্রাথমিক ভাবে থানায় রিপোর্ট করা হলে পুলিশ নিহত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আসামিকে আটকের চেষ্টা চলছে।
নবীগঞ্জে কঠোর লকডাউনে সরকারী বিধি অমান্য করায় ৩৪ জনকে অর্থদন্ড
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য এবং স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৪ টি মামলায় ১৭ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ ২৭ জুলাই মঙ্গলবার সকাল থেকেই লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।
প্রশাসন সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজার ও আউশকান্দি বাজারে মঙ্গলবার সকাল হতে সেনাবাহিনীর সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উত্তম কুমার দাশ দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সরকারি নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন অনুয়ায়ী ৩৪টি মামলায় দিয়ে ১৭ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া অভিযান চলাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সরকারি বিধি নিষেধ পালন করতে সাধারণ মানুষকে আহবান জানান এসিল্যান্ড।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।




মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস
মিরসরাইয়ে প্রকাশ্যে অপরাধে গ্রেফতার- ১৩ জন
আত্রাইয়ে অবৈধ সুতি ও রিংজাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে দিলো প্রশাসন
মিরসরাইয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও সুপারভাইজার গ্রেপ্তার
অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার
রাঙামাটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা
বানিজ্য মেলার নামে চলছে অবৈধ লটারী আর সার্কাসে নগ্ন নৃত্যে
বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পার্বতীপুরে যুবক আটক
ভিজিএফ চাল আত্মসাৎ এর কারণ দর্শানো জবাব দেয়নি দুই ইউপি সদস্যে
অনিয়ম, ঘুষ গ্রহণসহ নানা দুর্নীতির অভিযোগে রাঙামাটি জেলা পরিষদে দুদুকের অভিযান 