শিরোনাম:
●   রাঙামাটিতে ৩৭ বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক ●   জনশুমারি ও গৃহগণনায় বড়ুয়া জনগোষ্ঠীর নাম সংযুক্ত করার আবেদন ●   ন্যাশনাল ডিফেন্স কলেজ এর ফেলোগণদের সাথে রাঙামাটিতে মতবিনিময় সভা ●   ফটিকছড়িতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে তিন শিক্ষক গ্রেফতার ●   নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে ●   ঝালকাঠিতে সুগন্ধা নদী থেকে যুবকের লাশ উদ্ধার ●   রাঙ্গুনিয়াতে আইন শৃঙ্খলা রক্ষার্থে সচেতনতা মুলক ক্যাম্পেইন ●   কাউখালীতে ১১টি ভারতীয় গরু আটক ●   মিরসরাইয়ে বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার ●   নবীগঞ্জে ইউপি সদস্য জাহেদের অপতৎপরতা ●   পানছড়িতে অসহায় পরিবারকে গৃহ পূর্ণনির্মান ●   ফটিকছড়ির ছয় ইউপিতে চেয়ারম্যান না থাকায় সেবা কার্যক্রম ব্যাহত ●   ঈশ্বরগঞ্জে অপহরণ মামলার আসামি গ্রেফতার ●   রোটারেক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স’র নতুন কমিটি গঠন ●   ‘আলোর পথে’র মহিলা মাহফিল সম্পন্ন ●   ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টি প্রতিনিধি দলের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক ●   দীর্ঘসুত্রিতা পরিহার করে বিচার,সংস্কার ও জাতীয় নির্বাচনের কার্যকরি পদক্ষেপ নিন ●   রাঙামাটির রাজনগর ৩৭ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ ●   রাবিপ্রবি’তে কর্মচারীদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ●   নবীগঞ্জে সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা নানু গ্রেফতার
ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

Daily Sonar Bangla
শনিবার ● ২০ আগস্ট ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাউজানে পুলিশের অভিযান অস্ত্রসহ তিন ডাকাত আটক
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাউজানে পুলিশের অভিযান অস্ত্রসহ তিন ডাকাত আটক
২৩৫ বার পঠিত
শনিবার ● ২০ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে পুলিশের অভিযান অস্ত্রসহ তিন ডাকাত আটক

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ডাকাতির প্রস্তুতি নিতে গিয়ে ব্যর্থ হয়েছে একটি ডাকাত চক্র। গত মঙ্গলবার মধ্যরাত হতে ভোর পর্যন্ত উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে ব্যাপক অস্ত্র-বুরেটসহ ও ৩ আসামীকে আটক করে পুলিশ। গত ১৭ আগস্ট দুপুরে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন পুলিশ।
প্রেস ব্রিফিং পুলিশ জানান, তারা রাউজানের বিভিন্ন জায়গা হতে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি ও আসামীদের নিকট প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের বসতঘর তল্লাশি করে অস্ত্র-বুলেট-কার্তুজ ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র মধ্যে যুক্তরাষ্টের একে-২২ রাইফেল ২টি, ইতালির নির্মিত পিস্তল ১টি, থ্রি নট থ্রি রাইফেল ১টি, এক নলা বন্ধুক ১টি, এলজি বন্ধুক ১টি। তারমধ্যে বুলেট ১১৩ রাউন্ড, ১০টি শটগানের কার্তজ ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি হিরো হোন্ডা উদ্ধার করা হয়। আটক আসামীরা হলেন : রাউজান উপজেলার পলোয়ান পাড়া গ্রামের মৃত গোলাম হোসেন এর পুত্র মো. নুরুল আবছার (৪৩), একই ইউনিয়নের মৃত আবুল কাশেম এর পুত্র কামরুল হাসান টিটু (৫৫) ও হাটহাজারি উপজেলার কুয়াইশ বাদামতল এলাকার মৃত কামাল উদ্দিন এর পুত্র গিয়াস উদ্দিন বাবলু প্রকাশে সাদ্দাম (৩০)। অভিয়ানে নেতৃত্বে দেন সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া) মো. আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার ইনর্চাজ আব্দুল্লাহ আল হারুন।
আটক আসামীদের রাউজান থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানান।

রাউজানে অজগর সাপ উদ্ধার
রাউজান :: চট্টগ্রামের রাউজানে ১২ ফিট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে এলাকার যুবকরা। আজ বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের চৌধুরী পাড়ার ইয়াকুব আলী চৌধুরী বাড়ির পাশে একটি ভরাট পুকুর থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। এই বিশাল অজগর সাপ ধরতে গিয়ে আবির চৌধুরী নামের এক যুবকে কামড় দেন। পরে আবিরকে নেওয়া হয় হাসপাতালে সেখানে তাকে ড্রেসিং করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান।
এবিষয়ে তানভীর চৌধুরী জানান, সাপটি আমরা দেখতে পেয়ে এলাকার ছেলেরা মিলে উদ্ধার করছি। এটি উদ্ধার করে আমার স্থানীয় ইউপি সদস্যকে খবরদি।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, এলাকার ছেলেরা একটি অজগর সাপ উদ্ধার করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সাপটি হেফাজতে রাখা হয়। পরে সন্ধান ৭টার দিকে রেসকিউ র্টিম এসে অজগর সাপটি নিয়ে যান।

রাউজানে অস্ত্রসহ আরও দুই সন্ত্রাসী গ্রেপ্তার

রাউজান :: চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার ১৮ আগস্ট ভোর ৫টার দিকে উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের উত্তরসর্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন, ফটিকছড়ি উপজেলার ১৮নং ধর্মপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেহের তালুকদার বাড়ির শফিউল আলমের ছেলে জামাল উদ্দিন (২৮) ও একই এলাকার আবদুল মোনাফের ছেলে আবদুল মবিন (২৬)। এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, র্যাব-৭ এর হাতে আটক দুই অস্ত্রধারীকে অস্ত্রসহ থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাউজানে আগুনে পুড়েছে তিন বসতঘর

রাউজান :: চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়ে ছাই হয়েছে তিন বসতঘর। বৃহস্পতিবার ১৮ আগস্ট সকাল সাড়ে ৮ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াদের খীল কাজী পাড়ায় এই ঘটনা ঘটে। সৃষ্ট আগুনে তিনটি পরিবারের সবকিছু পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমীর আলী, আবদুল মান্নান ও মোসলেম মিয়ার পরিবার। স্থানীয়রা জানিয়েছে আগুন নিভানোর পর ক্ষতিগ্রস্ত পরিবারের পড়ুয়া সন্তানরা পুড়ে যাওয়া বই খুঁজে কেঁদে বিলাপ করছিল। জানা যায় চুলা থেকে আগুনের সূত্রপাত হলে সংবাদ দেয়া হয় রাউজান ফায়ার সার্ভিসকে। তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেও তিনটি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।

হাত ফসকে পুকুরে পড়ে কোলের শিশু মৃত্যু

রাউজান :: চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে আহান চৌধুরী নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ১৯ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের মীর বাগিছা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আহান রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ফিতর মোহাম্মদ চৌধুী বাড়ির রবিউল হোসেন চৌধুরীর ছেলে। স্থানীয়রা শিশুর আহানের পানিতে ডুবে মৃত্যর ঘটনাকে রহস্যজনক বলে মনে করছেন। একই অভিমত কদুলপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর। জানা যায়, মা সন্তানকে নিয়ে কদলপুর মীর বাগিছায় ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে শিশু আহান পুকুরে পড়ে মৃত্যু হয়। ওই পরিবার থেকে দাবি করা হয়েছে বাড়ির অন্য শিশুরা আহানকে কোলে নিয়ে ঘরের বাইরে পুকুরঘাটে বসে। শিশুটি হঠাৎ হাত থেকে ফসকে পুকুরে পড়ে গেলে স্বজনরা ঝাপিয়ে পড়ে পানি থেকে উঠিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে গহিরা জে.কে মোমেরোরিয়াল হসপিটালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহানকে মৃত ঘোষণা করেন। বিষয়টি জানতে চাইলে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন ঘটনার সংবাদ পেয়ে ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় ওই বাড়িতে শোকের ছায়া নেমে আসে।





আর্কাইভ