সোমবার ● ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » জলবায়ু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহবান
জলবায়ু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহবান
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, স্কটল্যান্ড এর গ্লাসগোতে শুরু হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশে সুন্দরবন ও প্রাণ - প্রকৃতি বিনাশী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ প্রকৃতি ও জলবায়ুর জন্য ক্ষতিকর প্রকল্পসমূহ বন্ধের ঘোষণা প্রদানের আহবান জানিয়েছেন এবং বলেছেন প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাংলাদেশের মানুষকে যেমন আশ্বস্ত করবে, তেমনি জলবায়ুর মারাত্মক নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সসম্প্রদায়ের কাছেও বাংলাদেশের আশাজাগানিয়া পরিস্কার বার্তা যাবে।তিনি বলেন,নিজের দেশে জলবায়ু বিপর্যয়কারী প্রকল্পসমূহ অব্যাহত রেখে অন্যদেরকে এই বিপদ কাটিয়ে উঠতে কার্যকরী পরামর্শ দেয়া যায় না।
বিবৃতিতে তিনি বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে অন্যান্য জনদাবির সাথে কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জলবায়ুর বিধ্বংসী ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জলবায়ু তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জোরেশোরে তুলে ধরার জন্য তিনি শেখ হাসিনা ও সম্মেলনে অংশ নেয়া বাংলাদেশের প্রতিনিধি দলের প্রতি আহবান জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশেও জলবায়ু তহবিলের টাকা নিয়ে অনেক নয় ছয় করা হয়েছে। তিনি এসব অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও দাবি জানান।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, জলবায়ুর ভয়ানক পরিবর্তনে বাংলাদেশ ও বাংলাদেশের মত দেশগুলোর বড় কোন ভূমিকা না থাকলেও এসব দেশগুলোকেই আজ বিশ্ব জলবায়ু পরিবর্তনের অসহায় শিকারে পরিণত হতে হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,এবারও কেবল বক্তৃতা আর প্রস্তাব গ্রহণের মাধ্যমে কাংখিত এই সম্মেলন শেষ হবে না, বরং কার্বন নিঃসরণ কমিয়ে আনাসহ এই ব্যাপারে দ্রুত বাস্তবায়নযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হবে।




রাজনৈতিক দলসমূহের সাধারণ মতৈক্যের ভিত্তিতে সরকারকে সংকট উত্তরণে পদক্ষেপ নিতে হবে
রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ 