সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » পার্বতীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত
পার্বতীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস–২০২৫’। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে-‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দিনাজপুরের পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) ও গণসাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। গ্রাম বিকাশ কেন্দ্র মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ এর আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিবিকে চত্ত্বরে এসে শেষ হয়।
গ্রাম বিকাশ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এ. টি. এম ফরহাদুজ্জামানের সভাপতিত্বে ও গ্রাম বিকাশ কেন্দ্রের মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার শ্যামল কান্তি রায় সিংহের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, গ্রাম বিকাশ কেন্দ্রের সহকারী পরিচালক বাবলুর রহমান, ট্রেইনিং ম্যানেজার আবুল হাসিম, বাংলাদেশ শিক্ষক সমিতি পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ও সিংগীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেহ সরকার, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে সাক্ষরতা শুধু অক্ষর জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি মাতৃভাষায় পড়া, লেখা, অনুধাবন, যোগাযোগ ও গণনার দক্ষতার পাশাপাশি দৈনন্দিন জীবনে জ্ঞান প্রয়োগের সক্ষমতা অর্জনের মাধ্যম। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সাক্ষরতার কোনই বিকল্প নেই।’




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কাউখালীতে কৃষি ব্যাংকের মতবিনিময় সভা
নানিয়ারচরে সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ 