
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » মিরসরাইয়ে ভাসুরের দায়ের কোপে নারী আহত
মিরসরাইয়ে ভাসুরের দায়ের কোপে নারী আহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে দোকানের ভাড়া চাইতে গিয়ে এহছানুল হক নামের এক ভাসুরের দায়ের কোপে রক্তাক্ত আহত হয়েছেন মমতা আলম (৩০) নামে এক নারী। আহত নারীকে মিরসরাই থানা পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
শনিবার ৩০ আগস্ট সকালে মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজারে মাওলানা অলি আহম্মদ ভূইয়া মার্কেটের জ্যোৎস্না ডেন্টাল কেয়ারে এঘটনা ঘটে। এসময় অবাধ্য ভূমিগ্রাসী ছেলের হামলায় আহত হয়েছেন মা জ্যোৎস্না আরা বেগম (৬০) ও তার আরেক পুত্রবধু মমতাজ বেগম (২৮)।
ভূমিগ্রাসী এহছানের মা জ্যোৎস্না আরা বেগম বলেন, আমার ৬ ছেলে ও ৪ মেয়ে দশ সন্তানের পরিবার। বাবার সম্পত্তি সন্তানরা হিস্যা অনুযায়ী আনুপাতিক হারে পাওয়ার কথা থাকলেও আমার মেঝ সন্তান এহছানুল হক অন্যায়ভাবে অন্যান্য সন্তানদের সম্পত্তি একাই ভোগ দখলে রেখেছেন। মা হিসেবে আমি বারবার চেষ্ঠা করার পরেও এহছানের কব্জা থেকে অন্যান্য সন্তানদের ওয়ারিসী সম্পত্তি উদ্ধার করতে পারছিনা। স্থানীয় মিঠাছরা বাজারে পরিবারের আর্থিক আয়ের জন্য আমার স্বামী মাওলানা অলি আহম্মদ একটি মার্কেট নির্মাণ করে যান। মার্কেটে আমার নামের উপর (জ্যোৎস্না ডেন্টাল কেয়ার) একটি ডেন্টাল চেম্বার স্থাপন করে বড় ছেলে রেজাউল করিম ও মেঝ ছেলে এহছানকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এহছান বড় ছেলেকে চেম্বার থেকে বিতাড়িত করে চেম্বারটি একাই পরিচালনা করে থাকে। তখন তাকে বলা হয় প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ভাড়া পরিশোধ করার জন্য। ভাড়া চাইতে গেলে সে প্রতিনিয়ত ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বড় ও ছোট ভাই বোনদের হামলা-মামলা করে। আমার অন্যান্য সন্তানদের স্ত্রীদের উপর এমনকি আমি মায়ের উপরেও হামলা করতে সে দ্বিধা করে নাই। সে নিজে হামলা করে বিভিন্ন রাজনৈতিক ও ভাড়াতে সন্ত্রাসীদের সহায়তা আমার সন্তানদের নামে আদালতে একের পর এক মিথ্যা ও হয়রানীমূক মামলা করে মানসিক ও আর্থিকভাবে মাত্রাতিরিক্ত হেনস্থা করে আসছে। এহছানুল হক স্বাক্ষর জালিয়াতি করে আমাদের আরো ৫ শতক জায়গা তার নামে করে নিয়েছে। আমার মানসিক অসুস্থ ছেলে আবদুল মান্নানের বাড়ির জায়গা সহ তার অংশ এহছানের নামে লিখে নিয়েছে। আরেক ছেলে ইসমাঈলকে পায়ে কুপিয়ে পঙ্গু করে ফেলেছিলো। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ভাসুর এহছানের দায়ের কোপে আহত ছোট ভাই ইসমাঈলের স্ত্রী মমতা আলম বলেন, শনিবার সকালে আমার শাশুড়ি ও আরেক ভাসুর কামরুল জামানের স্ত্রী মমতাজ বেগম সহ মিঠাছরা বাজারস্থ পারিবারিক মার্কেটের ভাড়া আদায় করতে গেলে ভাসুর এহছানুল হক হত্যার উদ্যেশ্যে ধারালো দা দিয়ে আমার মাথায় কোপ দেয়ার চেষ্ঠা করে। এসময় আমি হাত দিয়ে আত্মরক্ষা করতে গেলে আমার ডান হাতের কব্জিতে কোপ লাগে। পরবর্তীতে মিরসরাই থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করেন। আমার হাতে ৪টি সেলাই দেওয়া হয়েছে।
অভিযুক্ত এহছানুল হক বলেন, আমাদের পারিবারিক মার্কেট নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলায় আদালতের স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশনা রয়েছে। আদালত কর্তৃক মাকের্টের সরেজমিন তদন্ত করার জন্য আজ একটি কমিশন আসে। তদন্ত টিম আসার আগে আমার মা, ছোট ভাইয়ের স্ত্রীরা দোকানে এসে আমার সাথে বাকবিতন্ডায় জড়ায়। এসময় তারা নিজেদের হাত নিজেরা কেটে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, মিঠাছরা বাজারে জমি সংক্রান্ত বিরোধে হামলার ঘটনায় খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আহত নারী মমতা আলমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিরসরাইয়ে প্রাক্তন শিক্ষার্থীদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা তারকা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর লায়লা বেগম (এলবি) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের ২য় আসরের ফাইনাল খেলা সম্পন্ন হয়। তারকা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নুর নবী সজীবের সঞ্চালনায় এবং সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মীর হোসেন মামুনের সভাপতিত্বে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য বেলায়েত হোসেন (সিরাজ মেম্বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াছিন মিজান, করেরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিএনপি নেতা নজরুল ইসলাম টিপু, মহিউদ্দিন, বেলাল হোসেন, করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন মুরাদ, করেরহাট ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি দিদার আলম, ইউনিয়ন যুবদলের সদস্য রেজাউল করিম হকসাব। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ওবায়দুল হক খন্দকারের পুত্র সমাজসেবক ও আমেরিকা প্রবাসী এমদাদ খন্দকার।
ফাইনাল খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ইয়াজ খন্দকার। খেলা পরিচালনা করেন মঞ্জরুল কাদের মিরাজ, জিশান ও ফিরোজ।
টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো, লিজেন্ড টিম, ব্যাচ-২০২০, ব্যাচ-২০২১, ব্যাচ-২০২২, ব্যাচ-২০২৪, ব্যাচ-২০২৫, রানিং স্কুল ব্যাচ-২০২৬ ও ব্যাচ-২০২৭। লিজেন্ড টিম ও ব্যাচ-২০২১ এর মধ্যকার ফাইনাল খেলায় ব্যাচ-২০২১ দল ২-০ গোলে বিজয়ী হয়। সেরা গোলরক্ষক নির্বাচিত হয় বিজয়ী দলের জানে আলম ও ম্যান অব দি ফাইনাল নির্বাচিত হয় বিজয়ী দলের উজ্জ্বল।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন, আবির, নিলয়, ইমতিয়াজ, নীরব, ফাহিম, মনির, ইশতিয়াক, রাকিব, ফরহাদ প্রমুখ।