শিরোনাম:
●   গাজীপুরে আলহাজ্ব আইন উদ্দিন সরকার মাদ্রাসায় বৃক্ষরোপণ ●   কাপ্তাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ●   মাইটিভির চেয়ারম্যান সাথীকে গ্রেফতার করেছে ডিবি ●   মুখে কালো কাপড় নয় ; মাথায় লাল কাপড় বেঁধে অধিকার আদায়ে মাঠে নামতে হবে ●   সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের মতবিনিময় ●   ঝালকাঠি পৌরসভায় পানির দাবীতে রাস্তায় নেমেছে পৌরবাসী ●   খন্দকার আলী আব্বাস রাজনীতিকে ব্যক্তগত স্বার্থে ব্যবহার করেননি ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরামর্শক কমিটিতে ৯ জনের মধ্যে ৮ জনই অবাঙালি ●   ঝালকাঠিতে সাংবাদিকের স্ত্রীকে জীবননাশের হুমকি ●   নবীগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী পালন ●   আত্রাই নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে ●   চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে হামলা ●   বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ষ্টেশন চায় এলাকাবাসী ●   ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল দুটি দোকান : ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ●   লন্ডনে চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর বার্ষিক মিলন মেলা ●   গণ-অভ্যুত্থানের পরবর্তী গন্তব্য হচ্ছে বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণ ●   কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি আব্বাসের ১৪তম মৃত্যুবার্ষিকী ১৭ আগস্ট ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাপ্তাই উপজেলা কমিটি গঠন ●   ছাউনিতে চায়ের দোকান : শিক্ষার্থীরা রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে বাইরে
ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

Daily Sonar Bangla
রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » মুখে কালো কাপড় নয় ; মাথায় লাল কাপড় বেঁধে অধিকার আদায়ে মাঠে নামতে হবে
প্রথম পাতা » ছবি গ্যালারী » মুখে কালো কাপড় নয় ; মাথায় লাল কাপড় বেঁধে অধিকার আদায়ে মাঠে নামতে হবে
৩৫ বার পঠিত
রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুখে কালো কাপড় নয় ; মাথায় লাল কাপড় বেঁধে অধিকার আদায়ে মাঠে নামতে হবে

--- ঢাকা, রবিবার, ১৭, আগস্ট, ২০২৫ :: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী সভাপতি আহমেদ আবু জাফর বলেছেন, সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের খসড়া নীতিমালা দেশের সাংবাদিক সংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে চুড়ান্ত করার আহবান জানান। অন্যথায় এই নীতিমালা গ্রহনযোগ্যতা হারাবে। “সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে মুখে কালো কাপড় নয়, বরং মাথায় লাল কাপড় বেঁধে রাজপথে নামতে হবে।”

শনিবার ১৬ আগস্ট বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংগঠনের সভাপতি এ কে এম আবুল হোসেনের সভাপতিত্বে আহমেদ আবু জাফর বলেন, “বাংলাদেশের সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরে নানাভাবে বঞ্চিত। তাদের জীবন ও পেশাগত নিরাপত্তা আজ হুমকির মুখে। সাংবাদিকদের উপর নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনায় দোষীদের শাস্তি হয় না বললেই চলে। অথচ গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এখন কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “যে আন্দোলন কেবল প্রতীকী কালো কাপড় বেঁধে সীমাবদ্ধ থাকে, তাতে পরিবর্তন আসে না। আমাদের লাল কাপড় মাথায় বেঁধে রক্ত ঝরানোর শপথ নিয়ে মাঠে নামতে হবে। সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায্য দাবি আদায়ে এগিয়ে আসতে হবে।”

সভায় প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম বলছেন, গণমাধ্যম এবং সাংবাদিকদের জন্য যুগোপযোগী নীতিমালা দরকার। রাষ্ট্রের পক্ষ থেকে এ কাজটি করা উচিত।

বিশেষ অতিথি ছিলেন চৌধুরী রাশিদ উদ্দিন মাহমুদ, মহাসচিব, শিক্ষক কর্মচারী ফেডারেশন, মোঃ মনির হোসেন কাজী, সভাপতি, আইজেএফ, নাজমুল হাসান বাবু, চেয়ারম্যান, ফিউচার ফাউন্ডেশন, সম্পাদক, টুটুল চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব ও সংগঠক, জনতা ব্যাংক।

অন্য বক্তারা বলেন, সাংবাদিক এবং সাংবাদিকদের সংগঠনের সঙ্গে আলোচনা করে শিগগিরই আলাদা সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ের সংবাদকর্মীদের হয়রানি, হুমকি ও হামলার ঘটনা বন্ধ করতে হবে।

আলোচনা সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোতাহার বাবু ও ফাতেমা আক্তার।





আর্কাইভ