
রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের মতবিনিময়
সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের মতবিনিময়
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার উন্নয়ন ভাবনায় সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৭ আগষ্ট বেলা ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় জেলা উপজেলার সাংবাদিকরা বক্তব্য রাখেন।
এসময় মুক্ত আলোচনায় সাংবাদিকরা জেলার সমসাময়িক সমস্যা থেকে উত্তরণ, পিছিয়ে পড়া জনপদের উন্নয়নে পার্বত্য জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজসহ সকল সদস্যবৃন্দ।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস, ৯ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।