রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে নিয়মিত নামাজ পড়ে পুরস্কার পেল ১০ শিক্ষার্থী
আত্রাইয়ে নিয়মিত নামাজ পড়ে পুরস্কার পেল ১০ শিক্ষার্থী
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বান্ধাইখাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছনি সরকারের উদ্যোগে নামাজে নিয়মিত অংশগ্রহণ ও নৈতিকতা গঠনে উৎসাহ দিতে ১০ জন কিশোরকে জায়নামাজ ও তসবিহ উপহার দেওয়া হয়েছে।
রোববার (১০ আগষ্ট) সকাল সারে দশটায় বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী নিয়মিত যোহরের নামাজ আদায় করেন তাদেরকে এ উপহার দেওয়া হয়।
এ বিষয়ে সহকারি শিক্ষক ছনি সরকার বলেন, শিশু-কিশোরদের মসজিদমুখী করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম হবে নৈতিকতাসম্পন্ন ও মাদকমুক্ত। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের উদ্যোগ খুবই প্রয়োজন।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চলমান থাকবে এবং অংশগ্রহণকারী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হবে।
স্থানীয়রা জানান, নামাজে অংশগ্রহণে শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে তারা ধর্মীয় মূল্যবোধ শেখার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে।
পুরস্কারপ্রাপ্ত কিশোরদের চোখে-মুখে ছিল আনন্দ ও গর্বের ঝলক। এমন স্বীকৃতি তাদের আরও উৎসাহী করবে এমনটাই মনে করছেন অভিভাবকরা।
স্থানীয়ভাবে গড়ে ওঠা এমন উদ্যোগ শুধু একটি এলাকার নয়, পুরো সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসময় লুৎফর রহমান প্রামানিক, পথিন সরদার, লিপু সরদার,সাইফুল ইসলাম,ফিরোজ হোসেন, অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক হাবিবুল্লাহ, আব্দুস সামাদ,তৌকির রহমান, জয় প্রমূখ উপস্থিত ছিলেন।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 