শনিবার ● ২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » অন্তর্বর্তী সরকার গণ -অভ্যুত্থানের চেতনা ধারণ করতে পারেনি
অন্তর্বর্তী সরকার গণ -অভ্যুত্থানের চেতনা ধারণ করতে পারেনি
আজ ২ আগষ্ট শনিবার সকালে সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত গণ অভ্যুত্থান সম্পর্কে কথকতায় নেতৃবৃন্দ বলেন, শহীদদের প্রতি কেবল শ্রদ্ধা জানিয়ে আমরা দায়িত্ব শেষ করতে পারিনা।আমাদের মহান মুক্তিযুদ্ধ যেমন জনযুদ্ধ ছিল এবারকার গণ- অভ্যুত্থান ছিল দেশের লড়াকু জনগণের ঐক্যবদ্ধ গণসংগ্রাম। বিশেষ কারো মালিকানা দাবি করা জনগণের প্রতি অবমাননার সামিল।তারা বলেন, গত একবছরে বৈষম্য,বেকারত্ব, দারিদ্র্য কমেনি, বরং বেড়েছে।তারা বিচার ও সংস্কারের ধারায় সরকারকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে তাদের ঐতিহাসিক দায়িত্ব সম্পন্ন করার আহবান জানান।
আলাচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আবদুল মঈন খান বলেন, দেশের মানুষকে বারে বারে কেন জীবন দিতে হবে! কারণ ইতিহাস থেকে রাজনীতিকেরা শিক্ষা গ্রহণ করেন না।তিনি বলেন, কসমেটিক পরিবর্তন করে কোন লাভ হবেনা।মূল ভিত্তিতেই পরিবর্তন করতে হবে।তিনি বলেন,অন্তরের পরিবর্তনই আসল পরিবর্তন। তিনি বলেন দেশের প্রচলিত সাধারণ আইন দিয়ে নৃশংস অসাধারণ হত্যাকাণ্ডের বিচার সময়মত শেষ করা যাবেনা।
তিনি বলেন, নির্বাচন যত বিলম্বিত হবে দেশের বহুমাত্রিক ঝুঁকি তত বাডতে থাকবে।
সভার সভাপতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ -অভ্যুত্থানের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও তারা অভ্যুত্থানের চেতনা ধারণ করতে পারেনি। গণ- অভ্যুত্থানের আকাংখ্যার সাথে সরকারের যোজন দূরত্ব তৈরী হয়েছে। তিনি বলেন রাষ্ট্র ব্যবস্থা সংস্কার নিয়ে জুলাই সমঝোতা সনদ স্বাক্ষরের পর জাতীয় নির্বাচন নিয়ে কারই আর তালবাহানা করার অবকাশ নেই।তিনি রাজনৈতিক বিরোধকে সহিংস রাজনৈতিক বৈরীতায় না নিতে সবার প্রতি আহবান জানান। তিনি কেউই যাতে অনৈক্যের সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও আহবান জানান।
জোনায়েদ সাকি বলেন,গণ অভ্যুত্থানের এক বছর পরও শহীদ ও আহতদের উপযুক্ত স্বীকৃতি ও পরিবারসমূহের প্রয়োজনীয় পুনর্বাসন হয়নি।তিনি বলেন, জুলাই চার্টার ঘোষণার আগে সকল অংশীদারদের মতামত নেওয়া প্রয়োজন।
মুজিবুর রহমান মঞ্জু বলেন,বছরের পর বছর ধরে কত রক্ত ঘামে গণ অভ্যুত্থানের জমিন তৈরী হয়েছে তা অনেকেরই অজানা।অতীতের অনেক কথিত মাস্টারমাইন্ডরা শেষে ভিলেনে পরিনত হয়েছে। এটা সবার মনে রাখা দরকার।
সাংবাদিকগণ বলেন , লড়াইটা ১৬ বছরের।কোন ম্যাজিকে বা মাস্টারমাইন্ডের কারনে গণ অভ্যুত্থান হয়নি।ছাত্র তরুণদের ভুমিকা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু সংগ্রাম ছিল হার না মানা জনগণের জানবাজি প্রতিরোধের বীরোচিত আখ্যান।
গন অভ্যুত্থানের বিজয়ের পর আমরা দেখতে চাই গণমাধ্যমে আরও মুক্ত ও স্বাধীন হয়েছে।তারা বলেন,গণ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হলে কর্তৃত্ববাদী শাসনের সুযোগ থাকেনা।
আজ শনিবার সকালে সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে “ফিরে দেখা রক্তঝরা জুলাই- আগস্ট - প্রত্যাশা আর প্রাপ্তি ” শীর্ষক কথকতা অনুষ্ঠানে নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য রাখেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এই কথকতায় অংশগ্রহন করেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লা কায়সার,জেএসডির সিনিয়র যুগ্মসচিব কামালউদ্দিন পাটোয়ারী, দৈনিক আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক বাছির জামাল, ৭১ টেলিভিশনের সিইও ও বার্তা বিভাগের প্রধান শফিক আহমেদ, বাংলা ভিশনের বার্তা বিভাগের প্রধান সিকান্দার রেমান, চেঞ্জ টিভির প্রধান আমিরুল মোমেনিন মানিক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, জুলাই যোদ্ধা জামাল সিকদার, ফায়েজুর রহমান মনির প্রমুখ।
আলোচনা সভার শুরুতে পার্টির দুই শহীসহ জুলাই - আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 