
সোমবার ● ৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারের উদ্দেশ্য নিয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরী হচ্ছে
সরকারের উদ্দেশ্য নিয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরী হচ্ছে
আজ সোমবার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে আগামীকাল ৫ আগষ্ট ছাত্র- শ্রমিক- জনতার গণ- অভ্যুত্থানের বছরপুর্তিতে অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংগ্রামী জনতাকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের একবছর পার হলেও ফ্যাসিবাদী সরকারের সংগঠিত নৃশংস হত্যাকান্ডের বিচার এখনো প্রত্যাশিত গতি লাভ করেনি, সংস্কারের লক্ষে জুলাই সনদ স্বাক্ষর প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে। আর যে ভোটের অধিকার ও অবাধ নির্বাচনের জন্য মানুষ লড়াই করলো, জীবন দিলো সেই ভোটাধিকার এবং জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশাও এখনো দৃশ্যমান নয়।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গোটা আন্দোলনটাই হয়েছে বৈষম্য দুরীকরণের জন্য। অথচ এই একবছরে সমাজের নানা পর্যায়ে বৈষম্য,বেকারত্ব, দারিদ্র্য আরো বেড়েছে। নতুন করে প্রায় আরো পঁয়ত্রিশ লাখ মানুষ দারিদ্রসীমার নিচে নেমে গেছে।
তিনি বলেন, সরকার জুলাই আন্দোলনের আকাঙ্খাকে ধারণ করতে পারেনি, রাজনৈতিক দল ও জনগণের ঐতিহাসিক নিরঙ্কুশ সমর্থনকে যথাযথ উপলব্ধিতে নিয়ে তা কাজে লাগাতে পারেনি।
তিনি বলেন, সরকার আগামীকাল যে জুলাই ঘোষণা প্রদান করতে যাচ্ছে অজ্ঞাত কারণে অধিকাংশ রাজনৈতিক দলকে এই প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। তিনি আশংকা প্রকাশ করে বলেন, এতে করে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের অপ্রয়োজনীয় দুরত্ব তৈরী হবে এবং ভাগ বিভাজনের রাজনীতি আরো বাড়িয়ে তুলবে। সরকারের উদ্দেশ্য নিয়েও অনাকাঙ্ক্ষিত বিতর্ক জন্ম নিতে পারে।
বিবৃতিতে তিনি দেশের গণতান্ত্রিক পরিবর্তনে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্খা- বিচার, সংস্কার এবং জাতীয় নির্বাচন- সেই লক্ষ্যে সরকারকে বাস্তব পদক্ষেপ নেবার আহবান জানান।