মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে বাধার মুখে ভেঙে ফেলা হলো নির্মাণাধীন মাজার
আত্রাইয়ে বাধার মুখে ভেঙে ফেলা হলো নির্মাণাধীন মাজার
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে স্থানীয় আলেম উলামাদের বাধার মুখে বন্ধ হয়ে গেছে কথিত মাজার নির্মাণের কাজ।
অবশেষে মাজার নির্মাণকারীর উপস্থিতিতে নির্মণাধীন মাজারটি ভেঙে ফেলেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আত্রাই-পতিসর সড়কের বাঁকা ডবলব্রিজ নামক স্থানে।
জানা যায়, ওই স্থানে একটি নিমগাছকে কেন্দ্র করে এলাকার কিছু সহজ সরল মানুষ মান্নত মানতে থাকে। জায়গাটি সরকারি হলেও সম্প্রতি ওই জায়গায় বাঁকা গ্রামের জনৈক লিটন (৪০) গত কয়েকদিন থেকে একটি কথিত মাজার নির্মাণের কাজ শুরু করেন।
এদিকে বিষয়টি জানতে পেরে আত্রাই ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে এক ঝাঁক আলেম আজ মঙ্গলবার সেখানে গিয়ে মাজার নির্মাণে বাধার সৃষ্টি করেন। পরে মাজার নির্মাণকারী লিটনকে ডেকে নিয়ে তার উপস্থিতি ও সম্মতিতে নির্মাণাধীন মাজারটি ভেঙে ফেলা হয়। এ সময় সংশ্লিষ্ট ইউপি সচিব জাহাঙ্গীর আলম খান, আত্রাই থানা পুলিশসহ অনেক লোকজন উপস্থিত ছিলেন।
মাজার নির্মাণকারী লিটন বলেন, আমি বিপদ আপদ থেকে মুক্তি পেতে মাজারটি নির্নাণ করছিলাম। তবে এটি যে ধর্মীয় শিষ্টাচার পরিপন্থি তা আমার জানা ছিল না। আত্রাই ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম বলেন, এখানে মাজার তৈরি হলে ধর্মপ্রাণ মুসলমান অনেক শরীয়ত গর্হিত কাজে জড়িয়ে পড়বেন। তাই আমরা এটি বন্ধ করে দিলাম।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন বলেন, সরকারী জায়গা দখল করে মাজার কেন কোন স্থাপনা নির্মাণ করা যাবেনা। তাই সংবাদ পেয়ে আমি সেখানে লোক পাঠিয়ে মাজার নির্মাণ বন্ধ করতে বলেছি।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
বাংলাদেশের নারী শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক 