
শনিবার ● ২৪ মে ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » খাগড়াছড়িতে কাভার্ডভ্যান-ট্রাক্টর সংঘর্ষে অগ্নিকাণ্ড
খাগড়াছড়িতে কাভার্ডভ্যান-ট্রাক্টর সংঘর্ষে অগ্নিকাণ্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির আলুটিলা এলাকায় কাভার্ডভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি পুড়ে যায়। এতে ট্রাক্টরের ৪ শ্রমিক আহত হন।
শনিবার ২৪ মে সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় সড়কে প্রায় ২ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান খাগড়াছড়ি জেলা শহরে আসার পথে আলুটিলায় ইটবাহী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর কাভার্ডভ্যানে আগুন ধরে যায় এবং ট্রাক্টরটি উল্টে যায়।
আহত ৪ শ্রমিকরা হলেন,থৈঅংগ্য মারমা, মো. রহিম, মো. শাহিন ও মো. রমজান আলী। আহতরা মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা। তারা খাগড়াছড়ি সদর হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র দাশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।