মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » চুয়েটের সাথে পেট্রোবাংলার সমঝোতা স্মারক স্বাক্ষর
চুয়েটের সাথে পেট্রোবাংলার সমঝোতা স্মারক স্বাক্ষর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ ও পেট্রোবাংলা এর মধ্যে শিক্ষা ও গবেষণা বিষয়ক ৫ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। চুয়েট এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও পেট্রোবাংলার পক্ষে স্বাক্ষর করেন পেট্রোবাংলার সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) মো. আমজাদ হোসেন। গতকাল ২৮ এপ্রিল, ২০২৫ বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এর বোর্ড রুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়। এ সময় চুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম ও পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান এবং পেট্রোবাংলার পক্ষে উপস্থিত ছিলেন পেট্রোবাংলা’র পরিচালক (অপারেশন এন্ড মাইন্স) প্রকৌ. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট) প্রকৌ. মো. শোয়েব।
উপরোক্ত বিষয়ে বিস্তারিত অবহিতকরণের জন্য পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এর নেতৃত্বে আজ ২৯শে এপ্রিল মঙ্গলবার ২০২৫ খ্রি. বেলা ১২টায় পিএমই বিভাগের শিক্ষকবৃন্দ চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
চুয়েটের ভাইস চ্যান্সেলর এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের চুক্তি শিক্ষার্থী ও গবেষকদের জন্য বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করবে এবং দেশের জ্বালানি ও খনিজ খাতে দক্ষ জনবল গড়ে তুলতে সহায়ক হবে।”
উল্লেখ্য, এই চুক্তি সাক্ষরের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য প্রাপ্তি, ইন্টার্নশীপ, ফিল্ড ভিজিট এবং অগ্রসর মান প্রযুক্তি সম্পন্ন জ্ঞান দ্রুত সময়ে পাওয়া যাবে এবং ভবিষ্যতে পিএমই বিভাগের গ্রাজুয়েটরা তাদের পেশাগত জীবনে প্রবেশ করতে সুবিধা হবে।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কাউখালীতে কৃষি ব্যাংকের মতবিনিময় সভা
নানিয়ারচরে সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ 