শিরোনাম:
●   রাঙামাটির সীমান্তবর্তী দেবাছড়িতে ৩৭ বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন ●   চুয়েটের সাথে পেট্রোবাংলার সমঝোতা স্মারক স্বাক্ষর ●   বিপ্লবী ওয়ার্কার্স রাষ্ট্রের নাম ও সংবিধানের মৌলভিত্তি পরিবর্তন না করতে বলেছে ●   পশু চিকিৎসকের বসতঘর পুড়ে ছাই : তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ●   রাবিপ্রবি’তে পেশায় নৈতিকতার চর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ●   রাঙামাটিতে ৩৭ বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক ●   জনশুমারি ও গৃহগণনায় বড়ুয়া জনগোষ্ঠীর নাম সংযুক্ত করার আবেদন ●   ন্যাশনাল ডিফেন্স কলেজ এর ফেলোগণদের সাথে রাঙামাটিতে মতবিনিময় সভা ●   ফটিকছড়িতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে তিন শিক্ষক গ্রেফতার ●   নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে ●   ঝালকাঠিতে সুগন্ধা নদী থেকে যুবকের লাশ উদ্ধার ●   রাঙ্গুনিয়াতে আইন শৃঙ্খলা রক্ষার্থে সচেতনতা মুলক ক্যাম্পেইন ●   কাউখালীতে ১১টি ভারতীয় গরু আটক ●   মিরসরাইয়ে বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার ●   নবীগঞ্জে ইউপি সদস্য জাহেদের অপতৎপরতা ●   পানছড়িতে অসহায় পরিবারকে গৃহ পূর্ণনির্মান ●   ফটিকছড়ির ছয় ইউপিতে চেয়ারম্যান না থাকায় সেবা কার্যক্রম ব্যাহত ●   ঈশ্বরগঞ্জে অপহরণ মামলার আসামি গ্রেফতার ●   রোটারেক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স’র নতুন কমিটি গঠন ●   ‘আলোর পথে’র মহিলা মাহফিল সম্পন্ন
ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » বিপ্লবী ওয়ার্কার্স রাষ্ট্রের নাম ও সংবিধানের মৌলভিত্তি পরিবর্তন না করতে বলেছে
প্রথম পাতা » ছবি গ্যালারী » বিপ্লবী ওয়ার্কার্স রাষ্ট্রের নাম ও সংবিধানের মৌলভিত্তি পরিবর্তন না করতে বলেছে
২২ বার পঠিত
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিপ্লবী ওয়ার্কার্স রাষ্ট্রের নাম ও সংবিধানের মৌলভিত্তি পরিবর্তন না করতে বলেছে

--- আজ ২৯ এপ্রিল মঙ্গলবার সকালে সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এই সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে পার্টির ১০ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলে ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, রাশিদা বেগম, সাইফুল ইসলাম ও শেখ মোহাম্মদ শিমুল।
মতবিনিময় সভায় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনার সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সংবিধান সংস্কারে এটা নিশ্চিত করা দরকার যে, রাষ্ট্র কোন নাগরিকের মতাদর্শিক, রাজনৈতিক, ধর্মীয়,লিংগীয় পরিচয় ও সাংস্কৃতিক বিশ্বাসের জন্য নাগরিকদের মধ্যে কোন বৈষম্য করবেনা।একইসাথে এই সংবিধান নাগরিকদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক গণতান্ত্রিক ও মানবিক অধিকারের এমন সুরক্ষা নিশ্চিত করবে যা সাংবিধানিক বা প্রশাসনিক কোন আইন,বিধি বা অধ্যাদেশ দিয়ে বাতিল,সংকুচিত বা স্থগিত রাখা যাবেনা।
তিনি বলেন, বিদ্যমান সামগ্রিক বিবেচনায় সংবিধান কতখানি গণতান্ত্রিক করা যায়, সংবিধান কিভাবে একটা বহুত্ববাদী সমাজে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের পরিসর বৃদ্ধি করতে পারে, সরকারকে কিভাবে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক করা যাবে এবং সর্বোপরি রাষ্ট্রের তিন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে কিভাবে যৌক্তিক ও ভারসাম্যমূলক সম্পর্ক নিশ্চিত করা যাবে- সংস্কারে এই দিকগুলোই মনোযোগের কেন্দ্রে থাকা উচিৎ।
তিনি বলেন যে ব্যবস্থা একটি দল বা ব্যক্তিকে চরম কতৃত্ববাদী
দুঃশাসকে পরিনত করে সেই ব্যবস্থার মূলোৎপাটনের জন্যই সংবিধানসহ রাষ্ট্রের সকল পর্যায়ে গনতান্ত্রিক সংস্কার প্রয়োজন।
ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনার পর প্রেসব্রিফিং এ সাইফুল হক বলেন, আমরা রাষ্ট্রের নাম ও সংবিধানের মূল নীতিমালা অক্ষুণ্ণ রাখার পক্ষেই মতামত দিয়েছি। একইসাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সংবিধানের মূলনীতিমালার সাথে স্বাধীনতার ঘোষণায় উল্লেখিত - সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারকেও যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নির্বাচনে প্রার্থীতার বয়স ২৫ রাখার পক্ষেই মত দিয়েছে। পার্টি একজন দুই মেয়াদের বেশী প্রধানমন্ত্রী না থাকা, রাষ্ট্রপতির ক্ষমতা যৌক্তিক পর্যায়ে উন্নীত করা এবং সংসদ, রাষ্ট্রপতি ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের কার্যকারীতার মেয়াদকাল চার বছর করার পক্ষে মত দিয়েছে।
পার্টি প্রধানমন্ত্রীকে মন্ত্রী পরিষদের এক নম্বর সদস্য বিবেচনা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদের যৌথ কর্তৃত্বের পক্ষে মত দিয়েছে।
প্রেসব্রিফিং এ সাইফুল হক সারাদেশে মোট ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষের প্রতিনিধিত্বের প্রস্তাব দিয়েছেন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই অবান্তর।
পার্টি রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বাইরে রেখে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে মত দিয়েছে।
পার্টি নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়বদ্ধতার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের পক্ষে মত দিয়েছে।
পার্টি জরুরী অবস্থাতেও নাগরিকদের গণতান্ত্রিক অধিকার অক্ষুন্ন রাখতে মত দিয়েছে।
পার্টি নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে ও নারী বিরোধী তৎপরতা বন্ধে সাংবিধানিক সুরক্ষা দিতে প্রস্তাব দিয়েছে।
সাইফুল হক বলেন, নির্মম বৈষম্য বিলোপে কোন কমিশন হয়নি: তিনি ব’লেন প্রকট বৈষ্মক্স দূর না হলে রাজনৈতিক সংস্কারও আখেরে টেকসই হবেন।
চার ঘন্টা স্থায়ী এই সভায় কয়েকটি বিষয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পুনর্বিবেচনার কথা জানিয়েছে : কমিশনকেও তারা কয়েকটি বিষয় আরও চিন্তা করার পরামর্শ দিয়েছেন
মে মাসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কমিশনের সাথে আরও একবার মতিবিনিময় করার কথা জানিয়েছে।





আর্কাইভ